ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবিতে বিজ্ঞানী ড. জামাল নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৭:১১, ১৯ মার্চ ২০১৮

চবিতে বিজ্ঞানী  ড. জামাল নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মেধা ও অসাধারণ পা-িত্যের কারণে প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম হয়ে উঠেছিলেন ছোট দেশের বড় বিজ্ঞানী। সৃষ্টি এবং কর্মের মধ্যেই বেঁচে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ভৌতবিজ্ঞানী । রবিবার ছিল খ্যাতনামা এই বিজ্ঞানীর ৫ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী ‘১৬তম গাণিতিক পদার্থবিদ্যা চট্টগ্রাম সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ইউজিসি প্রফেসর ড. এমএ মনসুর চৌধুরী এবং জামাল নজরুল ইসলামের সহধর্মীণি প্রফেসর সুরাইয়া ইসলাম। চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সম্মেলন উদযাপন কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. এ কে এম মাইনুল হক মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. জামাল নজরুল ইসলামের কন্যা সাদাফ সাজ।
×