ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশীদার সাধারণ জনগণ

প্রকাশিত: ০৭:১২, ১৯ মার্চ ২০১৮

সরকারের উন্নয়ন  কার্যক্রমের অংশীদার  সাধারণ জনগণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বার্ষিক কর্ম সম্পাদনের আলোকে মত বিনিময় সভা রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের অংশীদার সাধারণ জনগণ। এই সেবা কার্যক্রমের প্রচার-প্রচারে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকরাই তৃণমূল পর্যায়ে সংবাদ পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বলেন, বর্তমানে দেশ প্রযুক্তিনির্ভর। মানুষের কল্যাণে এবং সেবা সহজীকরণে তথ্য প্রচারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। সভায় প্রধান অতিথি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া। প্রত্যেক দফতরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) কোন বিকল্প নেই। যার যে দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালন করা হয় তাহলেই এর উদ্দেশ্য পূরণ হবে। সবাই যেন সেবা প্রদানে আন্তরিক, সৎ এবং মানবিক হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি ও রাজস্ব) মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন প্রমুখ।
×