ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোনালদোর ৪ গোলে রিয়ালের জয়

প্রকাশিত: ১৯:২৬, ১৯ মার্চ ২০১৮

রোনালদোর ৪ গোলে রিয়ালের জয়

অনলাইন ডেস্ক ॥ রবিবার রাতে ঘরের মাঠে পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর চার গোলে জিরোনার বিপক্ষে ৬-৩ গোলের বড় জয় তুলে নেয় জিনেদিন জিদানের দল। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমে রোনালদোর চার গোলের পাশাপাশি ম্যাচের বাকি দুই গোল করেন গ্যারেথ বেল এবং লুকাস ভাসকেজ। ম্যাচের পাঁচ মিনিটেই ফ্রি-কিক থেকে গোল পেতে পারতেন রোনালদো। তবে জিরোনা গোলরক্ষকের প্রতিরোধে লক্ষ্যভেদ করতে পারলেন না পর্তুগিজ স্ট্রাইকার। ম্যাচের ১১ মিনিটে টনি ক্রুসের বাড়ানো বল পেয়ে সফরকারীদের জালে বল জড়িয়ে এগিয়ে নেন রোনালদো। ২৯ মিনিটে অবশ্য সমতায় ফেরে জিরোনা। কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করেন স্টুয়ানি। প্রথমার্ধে আর গোল পায়নি দু’দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৪৮ মিনিটে আবারো গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। এরপর ম্যাচের ৫৮ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান আরো বাড়ান ভাসকেজ। নিজের হ্যাটট্রিকটা পূরণ করতে খুব একটা সময় নেননি সিআরসেভেন। ম্যাচের ৬৪ মিনিটে হ্যাটট্রিক তুলে ৪-১ গোলের ব্যবধান গড়ে দেন তিনি। গোলের জন্য মরিয়া হয়ে পড়া জিরোনা অবশ্য কিছুটা ব্যবধান কমিয়েছে ম্যাচের ৬৮ মিনিটে। স্বাগতিকদের জালে দ্বিতীয়বার বল জড়িয়ে ব্যবধান স্টুয়ানি। ৮৬ মিনিটে রিয়ালের হয়ে গোল করে বসেন গ্যারেথ বেল। দুই মিনিটের ব্যবধানে সফরকারীদের হয়ে আরেকটি গোল করেন হুয়ানপি। ৫-৩ গোলে এগিয়ে থাকা রিয়ালকে আরেকটি গোল উপহার দেন রোনালদো। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে চতুর্থ গোল করে ৬-৩ গোলে এগিয় নেন এই তারকা। জিরোনার বিপক্ষে ম্যাচে একটি হাফ সেঞ্চুরি করে ফেললেন পর্তুগিজ স্ট্রাইকার। পুরো ক্যারিয়ারে ক্লাব এবং জাতীয় দলের হয়ে ৫০তম হ্যাটট্রিক পেয়েছেন রোনালদো। এই জয় নিয়েও লা লিগায় পয়েন্ট তালিকায় তিন নম্বরেই থাকতে হচ্ছে রোনালদো-বেলদের। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে চার পয়েন্ট বেশী নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়ালের চেয়ে ১৫ পয়েন্ট বেশী নিয়ে তালিকার শীর্ষে থাকলো বার্সেলোনা।
×