ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিদিপ রায়ের নামে থাকা সড়ক ও স্থাপনা হতে নাম মুছে ফেলার জন্য বিক্ষোভ

প্রকাশিত: ০১:০৯, ১৯ মার্চ ২০১৮

ত্রিদিপ রায়ের নামে থাকা সড়ক ও স্থাপনা হতে নাম মুছে ফেলার জন্য বিক্ষোভ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ রাজাকার ত্রিদিপ রায়ের নামে থাকা সকল স্থাপনা মুছে ফেলতে হাইকোর্টের রায় কার্যকর করাসহ ৪দফা দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ(পিবিসিপি)। সোমবার সকালে সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির উদ্যোগে শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চেঙ্গী স্কোয়ার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মো: মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর পার্র্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সহ-সভাপতি মো: মহিউদ্দিন, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা ২৬ মার্চের মধ্যে রাজাকার ত্রিদিপ রায়ের নামে থাকা সকল সড়ক ও স্থাপনার নাম ফলক মুছে ফেলা, রাজা দেবাশিষ রায় ও রানী ইয়েন ইয়েনের ষড়যন্ত্র বন্ধ, সকল ধর্ষন ও খুনের বিচারসহ ৪দফা দাবী জানানো হয়।
×