ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে মাদ্রসার জায়গা দখল করে বসত ঘর নির্মাণ

প্রকাশিত: ০১:১২, ১৯ মার্চ ২০১৮

বাঁশখালীতে মাদ্রসার জায়গা দখল করে বসত ঘর নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার ওয়াক্ফ ষ্টেটের জায়গা দখল করে বসত ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ করেছে এলাকাবাসী। তাছাড়া মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা বাধা প্রদান করলেও প্রভাবশালী মহলের পায়তারায় বসত ঘরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এদিকে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মৌলানা ইসমাইল জায়গা দখলের বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনে অভিযোগ দায়ের করলেও আদালতের শরাণাপন্ন হয়নি বলে স্থাণীয়রা জানান। জোরপূর্বক নির্মাণ কাজ চালায় এলাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে সোমবার (১৯ মার্চ) মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা চট্টগ্রাম হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। তবে মাদ্রাসার জায়গা দখলের বিষয়ে অধ্যক্ষের সাথে আলোচনা করে দেখবে বলেও তিনি জানান। স্থাণীয় ও মাদ্রাসাসূত্রে জানা যায়, পৌর সদরের দক্ষিণ জলদী গ্রামের আবদুল আলী তালুকদারে পুত্র বদিউর রহমান তালুকদার রঙ্গিয়াঘোনা মনছুরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার নামে ৫ একর ৮৮ শতক জায়গা ওয়াকফ্ করে দেন। এই ওয়াকফ্ ষ্টেটের অধিকাংশ জায়গা মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগ করতে না পারলেও ওয়াকফ্ দাতার ওয়ারিশগণের দখলে রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের নামে ওয়াক্ফ হওয়ায় সরকারী রাজস্ব প্রদান করতে হয় তাদের। বি,এস ১১৪৭নং খতিয়ানের ৬৭৩৫, ৬৭৪০, ৬৭৩৬ দাগের আন্দরে ১৭ গন্ডা জায়গা একই এলাকার নুরুল আলম প্রকাশ পুতুর পুত্র মৌলভী রিদুয়ান জোরপূর্বক দখল করে নিয়ে বসত ঘর নির্মাণ করছে। বসত ঘর নির্মাণে মদদ যুগিয়েছেন খোদ মাদ্রাসা পরিচালনা পরিষদের কিছু সদস্য। এদিকে এ ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ দায়ের করেও কোন সুফল পায়নি। তবে স্থাণীয়দের সাথে কথা বলে জানা যায়, জায়গা দখলের বিষয়টিতে মাদ্রাসা কর্তৃপক্ষের কিছু সদস্য অর্থের বিনিময়ে দখলকারী পক্ষে নিয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে মাদ্রাসার জায়গা ব্যক্তিবর্গের দ্বারায় দখল হওয়ায় ও কোন প্রতিকার না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মৌলানা ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি জানান জোরপূর্বক মাদ্রাসার জায়গার উপর বসত ঘর নির্মাণ করে ফেলছে রিদুয়ান নামে এক ব্যক্তি। এ বিষয়ে আমি প্রচূর চাপের মধ্যে রয়েছি। দখলকারীরা প্রভাবশালী বিধায় মুখ খুলতেও সাহস পাচ্ছি না। তাছাড়া আইনের আশ্রয় নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেন নি।
×