ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে সাংবাদিক মুরাদকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০১:৫৪, ১৯ মার্চ ২০১৮

লক্ষ্মীপুরে সাংবাদিক মুরাদকে প্রাণনাশের হুমকি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মহিউদ্দিন মুরাদকে প্রাণনাশের হুমকি দিয়েছে ভূমি দস্যু সন্ত্রাসীরা। এ ব্যাপারে তিনি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সদর উপজেলার বাঞ্চানগর ৬নং ওয়ার্ড নিবাসী ভূমি দস্যু সেলিম রেজাকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে অভিযোগ এনে সদর মডেল থানায় রবিবার রাতে একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আরো রয়েছে, শিমু, মম, রুমা আক্তার ও মুন্না। অজ্ঞাতনামা রয়েছে আরো ৬/৭ জন। যার নং-৮১২/১৮। অভিযুক্তদের বিরুদ্ধে আরো কয়েকটি সন্ত্রাসী কর্মকান্ডের মামলা রয়েছে। সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়েছে, গত ভূমি দস্যু সেলিম রেজার নেতৃত্বে অর্ধশতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তফসিল ১০শতকের ভূমিটি দখলের চেষ্টাকালে ইতোপূর্বে আবুল খায়ের গং আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত উক্ত জমিতে স্টেটাস কো (অস্থায়ী নিষেজ্ঞা) জারি করেন। যা এখনো বলবৎ রয়েছে। বিজ্ঞ যুগ্ম জজ ১ম আদালত উক্ত ভূমির ওপর এ আদেশ দেন। এর আগে মুরাদের সেজো ভাই মফিজ উদ্দিন অসুস্থ হয়ে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে মারা যান। সম্প্রতি অপর ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে জশিম উদ্দিনও মারা যান। এ সুযোগে ভূমি দস্যু সেলিম অবৈধভাবে মূল্যবান জমিটি দখলের পায়তারা শুরু করে। এদিন রবিবার আদালতের নিষেজ্ঞা অমান্য করে আবুল খায়ের গং (সাংবাদিক মুরাদের বড় ভাই) জমি থেকে আসামী সেলিমসহ তার সঙ্গীয় সন্ত্রাসীরা নারকেল ডাব পাড়ে এবং গাছ পালা কাটতে প্রস্তুতি নেয়। এ সময় সাংবাদিক তাদেরকে বাধা দিতে গেলে সেলিম রেজার সন্ত্রাসী অস্ত্রসহ নিয়ে তেড়ে আসে এবং প্রানে মেরে লাশ গুম করার হুমকি দেয়। একই সময় মুরাদের ভাতিজা আবুল খায়ের এর বড় ছেলে হেলাল তাকে সাহায্যে এগিয়ে আসলে তাকেও প্রান নাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। তাদেরকে হত্যা করলে সেলিমের এতে ১০/১২ লাখ টাকা হয়তো খরচ হবে। চিরতরের জন্য শিক্ষা দিয়ে দেবে। এ সময় তাদের শোর চিৎকারে চারদিক থেকে লোকজন ছুটে এলে ভূমি দস্যু সন্ত্রাসীরা পালিয়ে যায়। সম্প্রতি মুরাদের দু’ভাই মারা যাওয়ার পর এবং এক ছেলে অসুস্থ্য থাকার ফলে দুর্বলতার সুযোগে ভূমি দস্যুরা সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের নীল নক্সা শুরু করে। একই সঙ্গে অপর শরীকদার বয়োজেষ্ঠ্য জেঠাতো ভাই মো. শাহজানের ছেলে সন্তানরা জীবিকার তাগিয়ে এলাকা বাইরে চাকরী করছেন। সেলিমের সন্ত্রাসী বাহিনী তার ওপরও শারীরিক নির্যাতন চালায় ইতোপূর্বো। বর্তমানে এখনো তিনি অসুস্থ্য রয়েছেন। তার চিকিৎসা চলছে। সম্প্রতি সদর উপজেলার মাছিমনগরে ভূমি দস্যুদের হামলায় শাহ মুনির পলাশ নামে একজন সাংবাদিককে পিটিয়ে হত্যা করা হয়। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হুমকি দাতা ভূমি দস্যুদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। এ ব্যাপারে সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, তদন্ত সাপেক্ষ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×