ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আগুনে পুড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশিত: ০২:২৮, ১৯ মার্চ ২০১৮

মাদারীপুরে আগুনে পুড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ জেলার শিবচরে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডে বসতঘরসহ ২ টি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। জানা গেছে, রবিবার গভীর রাতে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা চরকামারকান্দি গ্রামের দিনমজুর কিনাই মাদবরের বসতঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। নিমিষেই আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় বসতঘরে কিনাই মাদবর, তার স্ত্রী ইসমত আরা ও ১০ বছরের প্রতিবন্ধী শিশুকন্যা সাজেদা ঘুমাচ্ছিল। অগ্নিকান্ডের ঘটনা বুঝতে পেরে কিনাই মাদবর ও তার স্ত্রী দিশেহারা হয়ে দৌঁড়ে ঘর থেকে বের হয়ে গেলেও শিশুকন্যা সাজেদাকে বাইরে আনতে ভুলে যায়। এলাকাবাসীর প্রায় ১ ঘন্টা চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রনে আসে তখন ঘরের দরজার সামনে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় শিশু সাজেদার লাশ পড়ে থাকতে দেখা যায়। সোমবার সকালে শিশুর লাশ দাফন সম্পন্ন করা হয়। সন্তান হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। নিহত শিশু সাজেদার মা ইসমত আরা বলেন, ‘আমরা সাজেদাকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘরের চালায় আগুন দেখে তাড়াহুড়া করে ঘর থেকে বাইরে আসি। পরে সাজেদাকে খুঁজে না পেয়ে আগুন নিভানোর পর ঘরে ওর আগুনে পোড়া লাশ দেখতে পাই।’ নিহত শিশুর বাবা কিনাই মাদবর বলেন, ‘আমরা যখন দিশেহারা হয়ে ঘর থেকে বের হই তখন সাজেদা আমাদের পিছনে ছিল। আগুন তখন দাউ দাউ করে জ¦লছিল। আমার মনে হয় সাজেদা বের হওয়ার সময় উপর থেকে ওর উপর টিনের চাল খসে পড়ায় ও আর বের হতে পারেনি।’
×