ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়েল এস্টেট সেঞ্চুরীর ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জনের নামে গ্রেফতারী পরোয়ানা

প্রকাশিত: ০২:৩১, ১৯ মার্চ ২০১৮

রিয়েল এস্টেট সেঞ্চুরীর ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জনের নামে গ্রেফতারী পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় সেঞ্চুরী রিয়েল এস্টেট হাউজিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী নাসিরসহ চার জনের বিরুদ্ধে প্রতারনা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার কলাপাড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মোঃ মনিরুজ্জামানের আদালত এ আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার অধিবাসী এ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু বিজ্ঞ আদালতে সোমবার আসামীদের বিরুদ্ধে প্রতারনা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে নালিশী মামলা আনয়ন করেন। বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারির এ আদেশ প্রদান করেন। মামলার বিবরনে জানা যায়, উপজেলার গঙ্গামতি মৌজার এক একর জমি বাদীর কাছ থেকে বিগত ২১জুন ২০০৬ সেঞ্চুরী রিয়েল এস্টেট হাউজিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী নাসির এর নামে দশ লক্ষ টাকা মূল্য নির্ধারন করে আসামীরা ক্রয় করেন। এসময় ওই হাউজিং কোম্পানী বাদীর সমুদয় টাকা পরিশোধ না করে দলিল সম্পাদন করেন এবং বকেয়া পাওনা টাকা তাদের কুয়াকাটার অফিসে আনুষ্ঠানিকভাবে প্রদানের অঙ্গীকার করেন। কিন্তু দীর্ঘদিনেও বাদীর টাকা আসামীরা পরিশোধ না করায় সোমবার বিজ্ঞ আদালতে সেঞ্চুরী রিয়েল এস্টেট হাউজিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী নাসিরসহ তার কর্মচারী আব্দুল কুদ্দুস, তারক চন্দ্র রায় ও শফিকুল আলম চৌধুরীর বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় নালিশী মামলা করেন।
×