ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁওয়ে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০২:৩২, ১৯ মার্চ ২০১৮

সোনারগাঁওয়ে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁওয়ে ভারগাঁও এলাকায় এ্যাম্বুলেন্স ও লেগুনায় ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গাড়ির চালকসহ ৭ যাত্রী আহত হয়। এদিকে ওই স্থানেই এ্যাম্বুলেন্স ও লেগুনায় ডাকাতি শেষে পুলিশের গাড়িতে ডাকাতরা হামলা চালিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এসময় পুলিশ ডাকাতদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ১ ডাকাত গুলিবিদ্ধ হয়। পুলিশ ওই গুলিবিদ্ধ ডাকাতসহ দুই ডাকাতকে গ্রেফতার করে। গুলিবিদ্ধ ডাকাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম। সোনারগাঁও থানা পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় বেড়ি বাঁধের পাকা রাস্তায় কলাগাছ ফেলে রোগীবাহী এ্যাম্বুলেন্স গতিরোধ করে ৬-৭ জনের ডাকাতদল। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে এ্যাম্বুলেন্সকে ঘেরাও করে এ্যাম্বুলেন্সে থাকা চালকসহ ৬ যাত্রীকে মারধর করে ৬টি মোবাইল সেট, নগদ ২৫ হাজার টাকা ও ৩টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের ঝুমকা লুট করে। পরে আরো একটি লেগুনাকে আটকিয়ে লেগুনা চালক মো: রুবেলকে মারধর করে ১টি মোবাইর সেট ও নগদ টাকা লুট করে। এসময় ওই এলাকার টহলরত পুলিশের একটি গাড়িকে গতিরোধ করে ডাকাত দল। পরে ডাকাতদল পুলিশের ওপর আক্রমন করে ডাকাতির চেষ্টাকালে পুলিশের নিজের জানমাল ও সরকারি অস্ত্র গুলি রক্ষার্থে পুলিশ ডাকাতদের উপর গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে মো: মারুফ হোসেন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে¡ পুলিশের একটি দল ডাকাতদের ধাওয়া করে গুলিবিদ্ধ মারুফসহ মো: রনি নামে আরো এক ডাকাতকে গ্রেফতার করে। গুলিবিদ্ধ ডাকাত মারুফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×