ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউল শাহ্ আব্দুল করিম স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ০২:৫৯, ১৯ মার্চ ২০১৮

বাউল শাহ্ আব্দুল করিম স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল শাহ্ আব্দুল করিম-এর বসতভিটায় বাউল শাহ্ আব্দুল করিম স্মৃতি জাদুঘর নির্মিত হতে যাচ্ছে। সোমবার বাউলের বসতভিটায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাদদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আবদুল করিম। পিকেএসএফ-এর অর্থায়নে স্মৃতি যাদুঘরটি নির্মাণ করবে বেসরকারি উন্নয়ন সংগঠন টিএমএসএস। টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক জনাব আব্দুল কাদেরের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিনসহ পিকেএসএফ ও টিএমএসএস-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একুশে পদক প্রাপ্ত বাউল শাহ্ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর বাউলের বৈচিত্র্যময় জীবনের অবসান ঘটে।
×