ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৪:০০, ১৯ মার্চ ২০১৮

পটিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ একটি পিকআপে তল্লাশি ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, লোহাগাড়া উপজেলার চরম্বা ওয়াহেদের পাড়া এলাকার মৃত আবদুর বারীর পুত্র নুরুল আবসার (৩০) ও একই এলাকার রশিদে পাড়ার সাতসুল আলমের পুত্র পিকআপ চালক দেলোয়ার হোসেন (২৫)। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান ও উপ-পরিদর্শক আবদুল আওয়ালের নেতৃত্বে এসব ইয়াবা উদ্ধার করেন। পুলিশ জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়ক হয়ে প্রতিদিন বিভিন্ন পরিবহনে করে ইয়াবা পাচার হয়ে আসছিল। একটি পিকআপ (চট্টমেট্রো ন-১১-৩১) মহাসড়ক হয়ে প্রায় সময় যাতায়ত করে। এই গাড়িটি নিয়ে হাইওয়ে পুলিশের সন্দেহ হলে ২ মাস আগেও তল্লাশি করা হয়। কিন্তু ওই সময় কোন ইয়াবা পাওয়া যায়নি। সোমবার বিকেলে পুনরায় পিকআপটি যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সন্দেহ হলে পুনরায় তল্লাশি চালানো হয়। ওই সময় গাড়ি চালকের সিটের পিছনে একটি অংশ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, পিকআপটি লোহাগাড়া ছেড়ে চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় যাচ্ছিল। সেখান থেকে ফার্নিসার নিয়ে পুনরায় লোহাগাড়ায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
×