ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৪, ১৯ মার্চ ২০১৮

নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না। আল্লাহ না করুক, তারা ক্ষমতায় আসলে এ বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেমন লাস্ট ছয় হাকিয়ে জয়ের বন্ধনে নিয়ে গেছে বাংলাদেশকে, শেখ হাসিনাও আগামী নির্বাচনে লাস্ট ছয় মারবেন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আগামী ২০ মার্চ শহীদ মিনারে ১৪ দলের সমাবেশ সফল করতে সোমবার এ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের বিরুদ্ধে নতুন করে গভীর চক্রান্ত শুরু হয়েছে। প্রতিদিন, প্রতিমুহূর্তে তাদের (বিএনপি) কথায় খেয়াল রাখবেন। আজকের পর থেকে আরও বেশি ষড়যন্ত্রে মেতে উঠবে তারা। তিনি বলেন, নয় মাস বাকি নির্বাচনের। জনগণের রায় আমাদের পক্ষে নিতে হবে। তারা ওই নির্বাচন ভণ্ডুল করতে চক্রান্ত করছে। বিএনপির এই চক্রান্ত প্রতিহতে আওয়ামী লীগের জন্য জনগণের শক্তির বিকল্প নেই। জনগণের শক্তি প্রদর্শনের জন্য আমাদের ২০ মার্চের সমাবেশকে গণজমায়েত করে দেখাতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবু আহমেদ মান্নাফি, যুগ্ম সম্পাদক কামাল চৌধুরী, প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।
×