ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আজ ১৪ দলের সমাবেশ

প্রকাশিত: ০৫:৫২, ২০ মার্চ ২০১৮

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আজ ১৪ দলের সমাবেশ

বিশেষ প্রতিনিধি ॥ আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দলের প্রতিবাদ সমাবেশ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। ১৪ দলের সমাবেশ সফল করতে নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ আবারও অন্ধকারের দিকে যাবে, দেশ সন্ত্রাসী ও জঙ্গীদের অভয়ারণ্য হিসেবে পরিণত হবে। তাই আওয়ামী লীগ কোনভাবেই দেশকে আর অন্ধকারের দিকে যেতে দিতে পারে না। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কাউকে কোন ধরনের ছাড় দেবে না। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ড. জাফর ইকবালের ওপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশকে অস্থিতিশীল করে আগামী জাতীয় নির্বাচনকে ভ-ুল করার জন্যই বিএনপি জঙ্গীবাদী শক্তিকে দিয়ে এ হামলা চালিয়েছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর মাত্র নয় মাস বাকি। সংবিধান অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ফর্মুলা দিয়ে লাভ হবে না। আগামী জাতীয় নির্বাচন ভ-ুল করার জন্য চক্রান্ত যেমন চলছে তেমনি আরও চক্রান্ত হবে। জনগণকে সচেতন হয়ে অতীতের মতো বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমান সরকার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করেনি। আর আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে খালেদা জিয়াকে কারাদ- দিয়েছে। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়া আইনী প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত হয়েছেন, আর আইনী প্রক্রিয়াতেই তার মুক্তি পেতে হবে। আন্দোলন করে মুক্ত করা যাবে না। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাম্প্রদায়িক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের জন্যই এই ১৪ দল গঠন হয়েছে। আমরা নানা সময়ে এই সাম্প্রদায়িক শক্তির আক্রমণ দেখেছি, এখনও দেখছি। এগুলো প্রতিহত করতে এবং দেশকে নিয়ে সব চক্রান্ত-ষড়যন্ত্রের জবাবে আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী প্রমুখ। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু Ñনাসিম ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ভারতের সঙ্গে বিরাজমান সকল সমস্যার সমাধান সম্ভব। শেখ হাসিনা আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করে দেশের স্বার্থ সমুন্নত রাখেন। এ সময় তিনি গঙ্গার পানি চুক্তির কথা স্মরণ করে বলেন, আলোচনার মাধ্যমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে শেখ হাসিনাই সফল হয়েছেন, যা আর কেউ করতে পারেনি। সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে ভারতীয় স্কলারশিপপ্রাপ্তদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যে কোন দুর্যোগকালে ভারত পাশে থেকেছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সরকারের সময়ে অন্যরকম উচ্চতা পেয়েছে। তিনি বলেন, জঙ্গীবাদ দুই দেশের জন্যই সমস্যা। এই অঞ্চলে জঙ্গী উত্থানরোধসহ আঞ্চলিক উন্নয়নের জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে।
×