ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ একদিন জিতবেই

প্রকাশিত: ০৬:২৮, ২০ মার্চ ২০১৮

বাংলাদেশ একদিন জিতবেই

স্পোর্টস রিপোর্টার ॥ এখন পর্যন্ত কোন আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। কিন্তু খেলেছে চারটি ফাইনাল। সেদিক থেকে টানা চারবার শিরোপা মিস করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষটি রবিবার নিদাহাস ট্রফিতে হয়েছে ভারতের কাছে হেরে। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান প্রত্যয় জানিয়ে দাবি করেছেন একদিন বাংলাদেশই জিতবে। তিনি মনে করেন স্মরণীয় একটি ফাইনাল হয়েছে যা বিশ্ব ক্রিকেটের জন্য খুব ভাল ব্যাপার। লড়াই করে জয়ের কাছাকাছি গিয়েও হারের বেদনাটা ভুলে বিশ্বসেরা এ টি২০ অলরাউন্ডার সন্তুষ্টি খুঁজছেন দল ভাল খেলেছে সেটি নিয়ে এবং তিনি দাবি করেন কিছুই হারিয়ে যায়নি বাংলাদেশ দলের। ২০০৯ সালে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, ২০১২ সালে দেশের মাটিতে এশিয়া কাপ, ২০১৬ সালে দেশের মাটিতে টি২০ এশিয়া কাপ এবং চলতি বছর জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। এর মধ্যে অন্তত তিনবারই শিরোপা জেতার অন্যতম দাবিদার ছিল স্বাগতিকরা। এবার দেশের বাইরে প্রথম ফাইনালে নেমেও দুর্দান্ত ছিল বাংলাদেশ দল। কিন্তু আবারও সেই পুরনো অভিজ্ঞতাই হয়েছে। শিরোপা হাতছাড়া হয়েছে। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমাদের কাছ থেকে কিছুই হারিয়ে যায়নি। টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি, এমনকি ফাইনালে, আমরা আমাদের ভাল দিকটা দেখাতে পেরেছি। খেলার মেজাজেই ছিলাম। আমার দলের কাছ থেকে এর চেয়ে বেশি চাইতে পারি না।’ যে ইতিবাচক দিকগুলো ছিল সেসব নিয়েই এখন ভাবতে চান সাকিব। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর আর খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। নিদাহাস ট্রফিতেও খেলার সম্ভাবনা একেবারেই ছিল না। কিন্তু শেষ মুহূর্তে দলে যোগ দেন ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। শিরোপাজয়ী অধিনায়ক হওয়ার সুযোগটাও পেয়েছিলেন। কিন্তু সেটা হাতছাড়া হয়েছে। কিন্তু খুব বেশি আক্ষেপ করতে চাইছেন না সাকিব,‘সবকিছু মিলিয়ে ভাল একটি ম্যাচ ছিল, যেখান থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিতে পারলাম। আশা করছি এখান থেকে নেয়া শিক্ষা আমরা কাজে লাগাতে পারব এবং কোন একদিন আমাদের দলই জিতবে।’ এবারের সিরিজে পুরো বিশ্বেই আলোড়ন তুলেছে বাংলাদেশ দল। দুর্দান্ত নৈপুণ্যের পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে উদযাপনে বাংলাদেশের নাগিন ডান্স। উত্তেজনায় ঠাসা ফাইনালে প্রেমাদাসা স্টেডিয়াম দেখেছে কঠিন লড়াই। এ বিষয়ে সাকিব বলেন,‘ফাইনালে এর চেয়ে ভাল কিছু হতে পারে না। সবকিছুই ছিল এখানে। আমরা চমৎকার খেলেছি, যে কেউ ম্যাচটা জিততে পারতো। তবে কৃতিত্বটা ভারতের, তারা যেভাবে খেলেছে, বিশেষ করে দিনেশ কার্তিক, অসাধারণ ব্যাট করেছে। আমরা জানতাম ১৬৬ রান আটকানোটা কঠিন হবে। তবে ড্রেসিং রুমে আমাদের সবার বিশ্বাস ছিল। প্রত্যেকেই ভাল করেছে, নিজ নিজ জায়গা থেকে শতভাগ দিয়েছে। এর চেয়ে বেশি কিছু আমি আশা করতে পারি না। হারটা অনেক কষ্টদায়ক, তবে আমরা ভাল খেলেছি।’ এমনকি রুবেল হোসেনের ১৮তম ওভারে দেয়া ২২ রান নিয়েও ইতিবাচক থাকলেন সাকিব,‘আমরা আমাদের সেরা দুই বোলার দিয়েই বল করাতে চেয়েছিলাম ওই দুই ওভারে। রুবেল আগের ওভারগুলোতে চমৎকার বোলিং করেছে, ওই ওভারেও সে লেন্থ ঠিক রেখে বোলিং করেছে। কৃতিত্বটা আসলে পাবে দীনেশ কার্তিক ওর ব্যাটিংয়ের জন্য। প্রথম বল থেকেই সে আক্রমণাত্মক ছিল, আর ওই পরিস্থিতিতে প্রথম বলেই ছক্কা মারা, সব কৃতিত্ব তার।’
×