ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এফএ কাপের শেষ চারে চেলসি-সাউদাম্পটন

প্রকাশিত: ০৬:৩০, ২০ মার্চ ২০১৮

এফএ কাপের শেষ চারে চেলসি-সাউদাম্পটন

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি এবং সাউদাম্পটন। কোয়ার্টার ফাইনালে এ্যান্তনিও কন্টের দল ২-১ গোলে লিচেস্টার সিটিকে পরাজিত করে টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করে। এছাড়া দিনের অন্য ম্যাচে সাউদাম্পটন ২-০ গোলে জয় পেয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উইগানের বিপক্ষে। জয় পাওয়া দুই দলই খেলেছে প্রতিপক্ষের মাঠে। তবে লিচেস্টারের মাঠে ঘাম ঝড়াতে হয়েছে চেলসিকে। ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোল পায় ব্লুুজরা। দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। কিন্তু দ্বিতীয়ার্ধেই গোল হজম করে বসে চেলসি। ৭৬ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্দের গোলে ম্যাচে ফেরে লিচেস্টার সিটি। সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। কিন্তু অতিরিক্ত সময়ে পেদ্রো রড্রিগুয়েজের গোলে জয় নিশ্চিত হয় চেলসির। আর তাতেই কপাল পোড়ে প্রিমিয়ার লীগের ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নদের। অন্যদিকে, লীগ শিরোপা হাতছাড়া হয়ে যাওয়া চেলসির ভরসা এখন এফএ কাপ। গত মৌসুমে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই প্রিমিয়ার লীগের শিরোপা পুনরুদ্ধার করে এ্যান্তনিও কন্টের দল। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এবার আর ধরে রাখতে পারেনি ব্লুজরা। বরং এই মৌসুমের শুরু থেকেই চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়ে লীগ শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় তারা। এফএ কাপের কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে তেমন কষ্ট করতে হয়নি সাউদাম্পটনকে। উইগান এ্যাথলেটিককে কোন সুযোগই দেয়নি তারা। নিজেদের রক্ষণভাগ শক্ত রেখে দুই গোল আদায় করে নিয়েছে সাউদাম্পটন। চেলসি-সাউদাম্পটনের আগেই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। জোশে মরিনহোর দল ২-০ গোলে ব্রাইটনকে পরাজিত করে শেষ চারের টিকিট কাটে। আর টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। এদিকে, ওয়াটফোর্ডের বিপক্ষে চার গোল করে প্রশংসার জোয়ারে ভাসছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তার প্রশংসায় পঞ্চমুখ জার্গেন ক্লপ। এ বিষয়ে লিভারপুল কোচ জানান, মিশরের এই ফরোয়ার্ড লিওনেল মেসির মতো বড় মাপের ফুটবলার হয়ে ওঠার পথে আছে। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার এনফিল্ডে লিভারপুল ৫-০ গোলে হারায় ওয়াটফোর্ডকে। সেই ম্যাচে চারবার বল জালে পাঠানোর পাশাপাশি রবার্তো ফিরমিনোকে দিয়ে গোল করাতেও সহযোগিতা করেন সালাহ। এর ফলে মেসি ও টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেনকে টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে ব্যক্তিগত গোলের তালিকায় শীর্ষে উঠে আসেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগে তার গোল এখন ২৮টি। চার গোল কম নিয়ে তার পরেই আছেন হ্যারি কেন। লা লিগায় সর্বোচ্চ ২৪ করেছেন লিওনেল মেসি। গত জুনে রোমা থেকে আসা সালাহ লিভারপুলের জার্সি গায়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৪ গোল করেছেন। ক্লাবটির ইতিহাসে কোন খেলোয়াড়ের অভিষেক মৌসুমে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। যে কারণেই সালাহর মাঝে বার্সিলোনার আর্জেন্টাইন তারকা মেসির মতো বড় মাপের ফুটবলার হয়ে ওঠার ছাপ দেখছেন ক্লপ। অবশ্য লিভারপুলের এই খেলোয়াড় এমন তুলনায় যেতে চায় না বলেও মত জার্মান এই কোচের। এ প্রসঙ্গে সাবেক বরুসিয়া ডর্টমুন্ডের অভিজ্ঞ কোচ ক্লপ বলেন, ‘লিওনেল মেসির সঙ্গে মোহাম্মদ সালাহ তুলনায় যেতে চায় বলে আমি মনে করি না।’ মেসি অনেক বছর ধরে একইরকম ছন্দে খেলে যাচ্ছে। ক্লপের মতে, এরকম খেলোয়াড় খুব বেশি দেখা যায় না। তিনি বলেন, ‘মেসির আগে দলীয় পারফরমেন্সের ওপর একইরকম প্রভাব রাখা খেলোয়াড় ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তবে এটা নিশ্চিত যে, সালাহ দারুণ পথে আছে।
×