ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়ালের হাফডজনে রোনাল্ডোর এক হালি

প্রকাশিত: ০৬:৩০, ২০ মার্চ ২০১৮

রিয়ালের হাফডজনে রোনাল্ডোর এক হালি

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লীগায় দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা নিজ নিজ ম্যাচে সহজ জয় পেয়েছে। তবে হেরেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। নূক্যাম্পে কাতালানরা ২-০ গোলে হারিয়েছে এ্যাথলেটিক বিলবাওকে। এ্যাওয়ে ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে ২-১ গোলে হেরেছে এ্যাটলেটিকো। আর ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৬-৩ গোলে হারিয়েছে জিরোনাকে। ম্যাচে গ্যালাক্টিকোদের হাফডজন গোলের মধ্যে একহালি একাই করেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বর্তমানে ২৯টি করে ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সিলোনা। ৬৪ পয়েন্ট নিয়ে এ্যাটলেটিকো দ্বিতীয় ও ৬০ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান তিনে। এই নিয় সব ধরনের প্রতিযোগিতায় টানা চতুর্থ জয় পেয়েছে রিয়াল। এর ফলে ভ্যালেন্সিয়াকে হটিয়ে আবারও লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে গোল এরিয়ার মধ্যে বাম পায়ের লো শটে রোনাল্ডো রিয়ালকে এগিয়ে দেন। ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগীজ তারকা। এর আগে ২৯ মিনিটে প্রাণেলের সহযোগিতায় জিরোনার পক্ষে সমতা ফিরিয়েছিলেন ক্রিশ্চিয়ান স্টুয়ানাই। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণের আগে ৫৯ মিনিটে লুকাস ভাসকুয়েজকে দিয়ে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করান সি আর সেভেন। ইনজুরি টাইমে ক্রুসের পাস থেকে পেনাল্টি স্পটের কাছে থেকে নিজের চতুর্থ গোল করেন বর্তমান ফিফা সেরা তাকরা। লুকা মডরিচের সহযোগিতায় ৮৬ মিনিটে বেল দলের হয়ে পঞ্চম গোলটি করেন। ৬৭ মিনিটে অবশ্য বোরজা গারসিয়ার ক্রসে হেডের সাহায্যে গোল দিয়ে স্টুয়ানাই জিরোনাকে কিছুটা স্বপ্ন দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত রিয়ালের গোলের দাপটে ৮৮ মিনিটে জুনাপে রামিরেজের গোল কোন কাজে আসেনি। রিয়াল কোচ কোচ জিনেদিন জিদান ডিফেন্ডার সার্জিও রামোসকে বিশ্রামে রেখে মূল একাদশের বাইরে রেখেছিলেন বেল, মডরিচ, ইস্কো ও কাসেমিরোকে। এই জয়ে জিরোনার টানা তিন ম্যাচে জয়ের ধারা থেমে গেছে। কাতালান ক্লাবটি এবারই প্রথম লা লিগায় খেলতে এসেছে। প্রথম মৌসুমেই তারা নিজেদের প্রমাণ করেছে। সপ্তম স্থানে থেকে তাদের লীগ শেষ করার সম্ভাবনা আছে। আর সেটা হলে আগামী মৌসুমে ইউরোপা লীগে খেলার সুযোগ পাবে। ষষ্ঠ স্থানে থাকা সেভিয়ার থেকে দুই পয়েন্ট ও পঞ্চম স্থানে থাকা ভিয়ারেলের থেকে তারা চার পয়েন্ট পিছিয়ে আছে তারা। রিয়ালের হয়ে শেষ আট ম্যাচে রোনাল্ডো অন্তত একটি করে গোল করেছেন। লীগে এ পর্যন্ত তার গোলসংখ্যা ২২। বার্সিলোনার লুইস সুয়ারেজের তুলনায় যা একটি বেশি ও সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির তুলনায় তিনটি কম। ম্যাচ শেষে রিয়াল ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ বলেছেন, এটা সত্যিই অসাধারণ। আবারও রোনাল্ডো প্রমাণ করেছে সেই সেরা। আরেক ম্যাচে লুইস সুয়ারেজ ও আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়াও জয় পেতে সমস্যা হয়নি বার্সিলোনার। বিলবাওয়ের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই অসাধারণ খেলেছে কাতালানরা। গোল পেতেও দেরি হয়নি। অষ্টম মিনিটে বাম পাশ থেকে জর্ডি আলবার ক্রসে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন পাকো আলকাসার। সুয়ারেজের পরিবর্তে খেলতে নেমেই নিজের যোগ্যতার প্রমাণ দিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। এরপর পুরো ম্যাচ জুড়েই চলে মেসি শো। ৩০ মিনিটে উসমান ডেম্বেলের কাছ থেকে বল পেয়ে ডি বক্সে বাইরে থেকে জোরালো শটে গোল করে লীগে নিজের ২৫ নম্বর গোলটি করেন এই আর্জেন্টাইন ফুটবলার। গোল করে মেসি কয়েক সেকেন্ড নেচে সেটিকে উদযাপন করেন। মেসির কাছ থেকে এমন উদযাপন এটাই প্রথম। লীগে এ নিয়ে টানা ৯ মৌসুম ২৫ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এরপর বাকিটা সময় কুটিনহো, মেসি, ডেম্বেলেরা ঝলক দেখালেও গোলের দেখা পায়নি বার্সা। ফলে স্প্যানিশ লীগে এই মৌসুমসহ টানা ৩৬টি ম্যাচ অপরাজিত থাকল বার্সিলোনা। স্পেনের শীর্ষ লীগে ১৯৭৯ সালে রিয়াল সোসিয়েডাড টানা ৩৮টি ম্যাচ অপরাজিত ছিল। সেই রেকর্ডেই নজর এখন বার্সার।
×