ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেদেরারকে থামালেন ডেল পোত্রো

প্রকাশিত: ০৬:৩১, ২০ মার্চ ২০১৮

ফেদেরারকে থামালেন ডেল পোত্রো

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছিলেন রজার ফেদেরার। গড়েছিলেন টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। কিন্তু শেষ পর্যন্ত তাকে থামিয়ে দিলেন জুয়ান মার্টিন ডেল পোত্রো। ফেড এক্সপ্রেসকে পরাজিত করে ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন হলেন আর্জেন্টাইন তারকা। রবিবার টুর্নামেন্টের ফাইনালে জুয়ান মার্টিন ডেল পোত্রো কঠিন লড়াইয়ের পর ৬-৪, ৫-৭ (৮/১০) এবং ৭-৬ (৭/২) গেমে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরারকে। সেইসঙ্গে ২০১৮ সালে প্রথম খেলোয়াড় হিসেবে ফেদেরারকে পরাজয়ের স্বাদ উপহার দেন আর্জেন্টাইন তারকা। শুধু তাই নয়, সুইস তারকাকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্স ১০০০ লেভেলের শিরোপাও জেতেন ডেল পোত্রো। গত বছর থেকেই টেনিস কোর্টের রাজত্ব ফিরে পান ফেদেরার। দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। চলতি বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের ২০তম মেজর শিরোপা নিজের শোকেসে তুলেন ফেড এক্সপ্রেস। ক্যালিফোর্নিয়ায় এবার রেকর্ড ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য নিয়েই কোর্টে নেমেছিলেন তিনি। ফাইনালে উঠার আগে তার দুর্দান্ত পারফর্মেন্স অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু রোমাঞ্চকর লড়াইয়ের পর ফাইনালেই থেমে যেতে হলো সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তিকে।
×