ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের মেয়েরা এই প্রথম খেলবে ফুটসালে

প্রকাশিত: ০৬:৩১, ২০ মার্চ ২০১৮

বাংলাদেশের মেয়েরা এই প্রথম খেলবে ফুটসালে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ মার্চে হংকংয়ে অনুষ্ঠিত হবে অ-১৫ চার জাতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট। শেষ হবে ১ এপ্রিল। যেখানে অংশ নেবে বাংলাদেশ, চাইনিজ তাইপে, হংকং এবং ইরান। এরপরের মাসেই (মেতে) আরকেটি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডে হবে এএফসি নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। এটি মূলত একটি ফুটসাল টুর্নামেন্ট। এটি দিয়েই ফুটসালে অভিষেক হবে বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ২-১২ মে, ব্যাঙ্ককে। এতে অংশ নেবে ১৫ দেশ। চার গ্রুপে ভাগ হয়ে লীগভিত্তিতে খেলবে দলগুলো। তারপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের সঙ্গে আছে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। এছাড়া ‘এ’ গ্রুপে হংকং, ইন্দোনেশিয়া ও ম্যাকাও, ‘সি’ গ্রুপে জাপান, চীন, বাহরাইন ও লেবানন এবং ‘ডি’ গ্রুপে ইরান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। বাংলাদেশের খেলাগুলো হচ্ছে ২ মে মালয়েশিয়া, ৪ মে ভিয়েতনাম এবং ৬ মে চাইনিজ তাইপের বিরুদ্ধে। মেয়েদের পরের লক্ষ্য আগামী চার বছরের মধ্যে ফিফা অ-২০ মহিলা বিশ^কাপের মূলপর্বে খেলা। ইতোমধ্যেই তারা ফিফা অ-১৬ মহিলা বিশ^কাপের বাছাইপর্ব খেলেছে। অংশ নিয়েছে এশিয়ার সেরা আট দল নিয়ে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। প্রতিবছর তারা ১০-১৫টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই লক্ষ্যে ক্যাম্প চলছে জোরেশোরে।
×