ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরাসী লীগ ওয়ান

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পিএসজির

প্রকাশিত: ০৬:৩২, ২০ মার্চ ২০১৮

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে পড়েও ফরাসী লীগ ওয়ানে দারুণ জয় পেয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক নিসকে ২-১ গোলে হারিয়েছে নেইমারবিহীন পিএসজি। বিজয়ী দলের হয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া ও ব্রাজিলের তারকা ডিফেন্ডার দানি আলভেজ। এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে উনাই এমেরির দল। প্রতিপক্ষের মাঠে শুরুটা ভাল হয়নি পিএসজির। ১৭ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে নিসকে এগিয়ে দেন ফরাসী ফরোয়ার্ড সেইন্ট মাক্সিমিন। দুই মিনিট পরই গোলটি পরিশোধ করে দেন ডি মারিয়া। স্প্যানিশ ডিফেন্ডার ইউরি বেরচিচের পাস পেয়ে একজনের পায়ের ফাঁক দিয়ে বল বাড়িয়ে ডি বক্স থেকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি। চলতি লীগে ডি মারিয়ার এটা নবম গোল। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে একটি করে দারুণ সুযোগ নষ্ট হয় দু’দলেরই। ৬১ মিনিটে আলভেজের প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন নিস গোলরক্ষক। আর ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে মারিও বালোতেল্লির জোরালো শট ঝাঁপিয়ে প্রতিহত করেন আরিওলা। ৮২তম মিনিটে পিএসজির জয়সূচক গোলটি করেন আলভেজ। আদ্রিয়ান রাবিওর ক্রসে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক। ৩১ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট সর্বোচ্চ ৮৩। শেষ সাত ম্যাচের তিনটিতে জিতলে আর কোন হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে উনাই এমেরির দল। যুব অলিম্পিক হকির বাছাইয়ে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ শূটার অর্ণব শারার লাদিফ এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতার মাধ্যমে যুব অলিম্পিক গেমসে শূটিংয়ে বাংলাদেশ অংশ নেবেÑ এটা পুরনো খবর। আগামী বছর ৬-১৮ অক্টোবর পর্যন্ত আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে এই আসর। যুব অলিম্পিকে অন্য কোন ডিসিপ্লিনে বাংলাদেশ থাকবে কি না, সেটা নির্ভর করছে যোগ্যতা অর্জনের ওপর। বুয়েন্স আয়ার্সে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ হকিতেও চেষ্টা করবে। এজন্য অংশ নেবে বাছাইপর্বে। আগামী ২৫-২৯ এপ্রিল থাইল্যান্ডে হবে যুব অলিম্পিক গেমসের এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব। এতে ১২ দেশ অংশ নেবে দুই গ্রুপে ভাগ হয়ে। শীর্ষ দুই দল যোগ্যতা অর্জন করবে যুব অলিম্পিকে খেলার। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ ওমান, মালয়েশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে ; ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, কম্বোডিয়া ও সিঙ্গাপুর।
×