ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশু আইনের অস্পষ্টতা দূর করার বিষয়ে রুল জারি

প্রকাশিত: ০৬:৩৩, ২০ মার্চ ২০১৮

শিশু আইনের অস্পষ্টতা দূর করার বিষয়ে রুল জারি

স্টাফ রিপোর্টার ॥ বিচার চলাকালে শিশুদের ছবি কিংবা নাম-পরিচয়সহ তাদের তথ্য প্রকাশ করার ক্ষেত্রে বিদ্যমান শিশু আইনের একটি ধারার অস্পষ্টতা দূর করার বিষয়ে রুল দিয়েছে হাইকোর্ট। তিন আইনজীবী করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ইকবাল কবিরের বেঞ্চ সোমবার এ রুল দেয়। শিশু আইন-২০১৩ এর ৯৭ ধারার অধীনে আইনটির ৮১ ধারার অস্পষ্টতা দূর করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং তা দূর করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রিট আবেদনটি করেন কামাল হোসেন মিয়াজী, আশফাকুর রহমান ও মোহাম্মদ মিফতাউল আলম। শিশু আইনের ৮১ ধারা উদ্ধৃত করে ব্যারিস্টার হাসান এম এস আজীম সাংবাদিকদের বলেন, এ ধারায় বলা আছে, এ আইনের অধীনে কোন কোন মামলার ক্ষেত্রে শিশুর পরিচয় বা অন্যান্য তথ্যাদি কোনভাবেই প্রকাশ করা যাবে না। কিন্তু সেখানে একটা অস্পষ্টতাও আছে। সেটা হলো, মামলা শুরুর প্রাক্কালে কী হবে? যেমন, কিছু দিন আগে চট্টগ্রামে প্রশ্ন ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত অনেক শিশুর ছবি সংবাদ মাধ্যমে এসেছে, যারা এসএসসি পরীক্ষার্থী এবং যাদের বয়স ১৮ বছরের নিচে। যখন তাদের ছবি সংবাদ মাধ্যমে এসেছে তখনও কিন্তু তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। আইনে অস্পষ্টতা থাকাতেই বা আইনে কোন বাধা না থাকায় অনেক সংবাদ মাধ্যমে তাদের ছবি প্রকাশ করেছে। যার ফলে শিশুগুলো মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়েছে। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। এর ফলে তাদের স্বাভাবিক বিকাশ বিঘিœত হয়েছে। রিট আবেদনে মামলার আগে বা পরে বা যে কোন পর্যায়ে শিশু অপরাধী কিংবা ভিকটিমের কোন ছবি, নাম-পরিচয়সহ অন্য কোন তথ্য কোন সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না বলে নির্দেশনা চাওয়া হয়েছিল। ব্যারিস্টার আজীম বলেন, ‘আদালত শুধু রুল দিয়েছে।
×