ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি কাদেরের বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৬:৩৩, ২০ মার্চ ২০১৮

বিএনপি কাদেরের বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ ‘নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র’ দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার দলীয় সভাপতির ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আমাদের সাধারণ সম্পাদক দলের মুখপাত্র হিসেবেই দলীয় বক্তব্য উপস্থাপন করেন। সম্প্রতি তিনি দেশের বিগত নয় বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন, এটাই স্বাভাবিক। এটাকে অন্য দৃষ্টিতে দেখার সুযোগ নেই। বিএনপি এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করে অকারণে সমালোচনা করছে। গত ১৬ মার্চ রাজধানীতে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উন্নয়ন-অর্জন করে আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করে ফেলেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র। এমন বক্তব্যের পর থেকেই বিএনপি নেতারা তার এই বক্তব্য ইস্যু বানিয়ে নানা মন্তব্য করে যাচ্ছেন। বিএনপি নেতাদের এসব বক্তব্যকে অশোভন দাবি করে হাছান মাহমুদ বলেন, অশোভন বক্তব্য না রেখে অবশ্যই শোভনভাবে সমালোচনা করবেন। দয়া করে আমাদের দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশোভন সমালোচনা করবেন না। বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ার পর বিএনপি অভিনন্দন না জানানোর সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি নেতাদের বক্তব্যে প্রমাণিত; তারা বাস্তবতার নিরিখে বক্তব্য রাখেন না, রাজনৈতিক বিদ্বেষ প্রসূতভাবে বক্তব্য রাখেন। যা বিএনপির জন্য ব্যর্থতা ও রাজনৈতিক হীনম্মন্যতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের এই নেতা বলেন, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি লন্ডনে বিএনপির এক সমাবেশে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘রিজভী আহমেদ একজন মেরুদ-হীন মানুষ’।
×