ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে সমস্ত উন্নয়ন মুখথুবড়ে পড়বে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৪, ২০ মার্চ ২০১৮

দুর্নীতিবাজরা ক্ষমতায় এলে সমস্ত উন্নয়ন মুখথুবড়ে পড়বে ॥ খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে স্বল্পোন্নত দেশের (এলডিসি) শ্রেণী থেকে বের হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্য বলে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো এই যোগ্যতা অর্জন করেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। সোমবার বিকেলে ঢাকার কামরাঙ্গীরচরে আয়োজিত ‘কামরাঙ্গীরচরের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জাতিসংঘের উন্নয়নবিষয়ক কমিটি বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে বৈঠকে নিশ্চিত করেছে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক প্রথমবারের মতো অর্জন করেছে। নিয়ম অনুযায়ী ৩ বছরে পরপর দুইবার এটা অর্জন করলেই চূড়ান্তভাবে একটা দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়। আমাদেরকে এই ধারা অব্যাহত রাখতে হবে। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা- এ তিনটি সূচকের দুটিতে উত্তীর্ণ হলে কোন দেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্য বলে বিবেচিত হয়। তিনি বলেন, এজন্য দুই মেয়াদে (২০১৮ ও ২০২১ সাল) এই অর্জন ধরে রাখতে হবে। এই ধারা অব্যাহত রাখতে হলে এবং চূড়ান্ত স্বীকৃতি অর্জন করতে হলে শেখ হাসনিা সরকারকে বারবার ক্ষমতায় আনতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের পর্যালোচনায় এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা হিসেবে মাথাপিছু আয়ের মানদ- ১২৩০ ডলার বা তার বেশি। কিন্তু গত তিন বছরে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১২৭২ ডলার। এসব সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর বলিষ্ঠ এবং সঠিক দিকনির্দেশনায়। উপস্থিত সকলকে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, যদি দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে তবে এই সমস্ত উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। আমরা পিছিয়ে পড়ব।
×