ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণ সংবলিত ১ কোটি পুস্তিকা বিনামূল্যে বিতরণ করা হবে

প্রকাশিত: ০৬:৩৪, ২০ মার্চ ২০১৮

৭ মার্চের ভাষণ সংবলিত ১ কোটি পুস্তিকা বিনামূল্যে বিতরণ করা হবে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবলিত ১ কোটি রঙিন পুস্তিকা প্রকাশ করবে ‘বাংলাদেশ ২১-৪১ সোসাইটি’ নামের একটি সংগঠন। মুক্তিযুদ্ধের চেতনা প্রসারে সারাদেশে এসব পুস্তিকা বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়া ৭ মার্চের ভাষণ নিয়ে দেশের ৬৪ জেলায় সকল স্কুল, কলেজে ছাত্র-ছাত্রীর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেন মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দিন। সংবাদ সম্মেলনে সংগঠনের উদ্দেশ্য ও সম্ভাব্য কার্যক্রম নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মোস্তফা কামাল মহীউদ্দিন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে বট গাছের ৩০ লাখ চারা রোপণ করা হবে। এসব গাছ ‘মুক্তিবৃক্ষ’ নামে পরিচিতি পাবে। একই সঙ্গে দেশের সকল মানুষের মধ্যে বিনামূল্যে জাতীয় পতাকা ও পিভিসি পাইপের পতাকা স্ট্যান্ড বিতরণ এবং উত্তোলনের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে ‘বাংলাদেশ ২১-৪১ সোসাইটি। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত রূপকল্প ২০২১ ও উন্নত বাংলাদেশ ২০৪১ এর আলোকে ‘বাংলাদেশ ২১-৪১ সোসাইটি’ নামে এই সংগঠনটি তৈরি হয়েছে।
×