ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্দম স্নান

প্রকাশিত: ০৬:৩৫, ২০ মার্চ ২০১৮

কর্দম স্নান

ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটন দ্বীপ বালির দেনপাসার নিকট কেদংগানানা গ্রামে রবিবার ঐতিহ্যবাহী কর্দম স্নান উৎসব অনুষ্ঠিত হয়। সমস্ত গাঁয়ে কাদা মেখে এই বালিনিজ বালক ওই উৎসবে হাজির হয়। এই উৎসব মেবুগ-বুগান নামে পরিচিত। স্থানীয়ভাবে পরিচিতি নাইপির (নীরব দিন) পরের দিন মেবুগ-বুগান পালিত হয়। মানুষের মধ্য থেকে খারাপ বৈশিষ্ট্যগুলো দূর করতেই এই উৎসব পালন করা হয়।-এএফপি প্রাণ বাঁচাতে... তুর্কী বাহিনী ও তাদের মিত্র বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দীদের প্রধান শহর আফরিনের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের চালান বোমা বিস্ফোরণ থেকে বাঁচতে রবিবার এই বেসামরিক বাসিন্দাকে শিশুকে কাঁধে নিয়ে দৌড়াতে দেখা যায়। তুর্কী সমর্থিত বিদ্রোহীরা আফরিনের কেন্দ্রস্থল তাদের দখলে নিয়েছে। আঙ্কারা বলেছে, কুর্দীদের বিরুদ্ধে চলমান অভিযানে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।-এএফপি
×