ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৮ উদ্যাপন

প্রকাশিত: ০৬:৩৬, ২০ মার্চ ২০১৮

পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৮ উদ্যাপন

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৮ উদ্যাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন সকল সেবাকেন্দ্রে স্বাভাবিক সেবার পাশাপাশি মা, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য বিশেষ সেবা। এছাড়াও ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে “২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ’’ বিষয়ক- এক অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ ফজলুল করিম সেলিম, এমপি, গোপালগঞ্জ-২ ও সভাপতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব কাজী মোস্তফা সারোয়ার। অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে মর্মে অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। দিবসটি উদ্যাপন উপলক্ষে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার, ঢাকায় বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনের উপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়েজ আহম্মদ, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সচিব মহোদয়ের উপস্থিতিতে শিশুদের নিয়ে কেক কর্তন, চিত্রাংকন প্রতিযোগিতা, মসজিদে দোয়া মাহফিল এবং হাসপাতালের বহির্বিভাগে মা ও শিশুদের বিনামূল্যে সকল ধরনের সেবা প্রদান করা হয়। -বিজ্ঞাপন
×