ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুনাফার ৭৯ শতাংশ লভ্যাংশ দেবে ন্যাশনাল হাউজিং

প্রকাশিত: ০৬:৪১, ২০ মার্চ ২০১৮

মুনাফার ৭৯ শতাংশ লভ্যাংশ দেবে ন্যাশনাল হাউজিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ব্যবসায় মুনাফার ৭৯ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বাকি ২১ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২০১৭ সালে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪০ টাকা। আর এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১৯ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১.৯০ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৭৯ শতাংশ। বাকি ২১ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। কোম্পানিটির ২০১৭ সালে শেয়ার প্রতি ২.৪০ টাকা হিসেবে মোট ২৫ কোটি ৫৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্যে শেয়ার প্রতি ১.৯০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের ২০ কোটি ২১ লাখ টাকার লভ্যাংশ দেয়া হবে। আর বাকি ৫ কোটি ৩২ লাখ টাকা রিজার্ভে যোগ হবে। ১০৬ কোটি ৩৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে ৫৭ কোটি ৩০ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে ২০১৭ সালে মুনাফার ৭৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় বাকি ২১ শতাংশ বা ৫ কোটি ৩২ লাখ টাকা রিজার্ভে যোগ হবে। এর আগে ২০১২ সালে মুনাফার ৮৩ শতাংশ লভ্যাংশ বিতরণ করে ও ১৭ শতাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়। এছাড়া ২০১৩ সালে ২০ শতাংশ, ২০১৪ সালে ২৪ শতাংশ, ২০১৫ সালে ২২ শতাংশ ও ২০১৬ সালে মুনাফার ২১ শতাংশ দিয়ে রিজার্ভ বাড়ানো হয়। উল্লেখ্য, সোমবার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর দাঁড়িয়েছে ৩৮.২০ টাকায়।
×