ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ার ক্রয়ে সামিট কর্পোরেশনকে বিশেষ সুবিধা

প্রকাশিত: ০৬:৪২, ২০ মার্চ ২০১৮

শেয়ার ক্রয়ে সামিট কর্পোরেশনকে বিশেষ সুবিধা

সামিট পাওয়ারের উল্লেখযোগ্য শেয়ার ক্রয়ের ক্ষেত্রে সামিট কর্পোরেশনকে বিশেষ সুবিধা দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৩৪তম নিয়মিত সভায় এই সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সামিট পাওয়ারের ৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি বা ৬.৫৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সামিট হোল্ডিংয়ের কাছে। আর এসব শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্লকে কিনে নেবে সামিট কর্পোরেশন। তবে এক্ষেত্রে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃক গ্রহণ) বিধিমালা এর বিধি ৮ ও বিধি ১৩ এর বিধান পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার কেয়া কসমেটিকের আড়াই কোটি শেয়ার বিক্রির ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকের এক উদ্যোক্তা পরিচালকের কাছে থাকা শেয়ার থেকে প্রায় আড়াই কোটি শেয়ার বিক্রি করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আব্দুল খালেক পাঠানের কাছে কোম্পানিটির ৩৩ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৫১০টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ২ কোটি ৪৩ লাখ শেয়ার বিক্রি করবেন। জানা গেছে, এ উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×