ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রত্যয়ী রুহীর এগিয়ে চলা

প্রকাশিত: ০৭:১৩, ২০ মার্চ ২০১৮

প্রত্যয়ী রুহীর এগিয়ে চলা

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অত্যন্ত মেধাবী নৃত্যশিল্পী, অভিনেত্রী, মডেল ও উপস্থাপক রুহী। পুরো নাম নুসরাত জান্নাত রুহী। সংস্কৃতির বিভিন্ন শাখায় তার সমান পদচারণা সংশ্লিষ্টদের বিশেষভাবে নজর কেড়েছে। কারণ সব সময় ভিন্নভাবে উপস্থাপন করতে ভালবাসেন তিনি। প্রতিনিয়ত কাজের মধ্যে নতুনত্ব খোঁজা এবং ভিন্নধর্মী সব চরিত্রে কাজ করতে তিনি ভালবাসেন। শোবিজের অনেক শাখায় তিনি কাজ করছেন। নৃত্য, অভিনয়, মডেলিং ও উপস্থাপনা করা মিডিয়ার প্রায় সব শাখায় তিনি কাজ করছেন। ক্যারিয়ারের শুরু থেকে বেছে বেছে কাজ করার তিনি পক্ষপাতি। ছোটবেলা থেকেই নাচের সঙ্গে সম্পৃক্ত রুহী। স্কুলে ভর্তিও সময়েই নাচের স্কুলে ভর্তি হোন। সেই থেকে তিনি বাফা, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিসহ দেশের প্রায় সব ইনস্টিটিউট থেকেই তিনি ক্ল্যাসিক্যাল নাচের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে নাচের ওপর মাস্টার্সও করেছেন। ফ্যাশন ডিজাইনেও মাস্টার্স করেছেন। গত বারো বছর ধরে বাফায় সিনিয়র নৃত্য শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ এর যাত্রাবাড়ী শাখায় সঙ্গীত স্কুলে টিচার এ্যাডমিন হিসেবে শিক্ষকতা করছেন। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন। শোবিজ মিডিয়ায় রুহী কাজ শুরু করেন ১৯৯৮ সালে। বিটিভিসহ প্রায় সব কটি টিভি চ্যানেলে তিনি অনুষ্ঠান করেছেন। সেই সময়ে তিনি বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটক-টেলিফিল্মেও কাজ করেছেন। বিইউএফটি থেকে ফ্যাশন ডিজাইন ও শান্ত মারিয়াম থেকে মাস্টার্স করেছেন। বর্তমানে রুহী নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। কিছুদিন আগে অভিনেতা আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেন। সৈয়দ ইকবালের রচনায় ‘আকাশ বদল’ শিরোনামের নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হওয়ার পর থেকেই শোবিজে বেশ আলোচনায় আসেন রুহী। এছাড়াও আরটিভিতে তার অভিনীত ও তপু খানের পরিচালনায় ‘সময়ের গল্প’, আজাদ আল মামুনের পরিচালনায় ‘শিমুল তুলার প্রেম’, তানভীর হোসেন প্রবালের পরিচালনায় এটিএন বাংলায় ‘গল্পটি ভ-এর’ সহ বেশিকিছু নাটক প্রচার হয়। অতি সম্প্রতি তিনি অভিনেতা সজল, জোভান, ইরফান সাজ্জাদ, নিলয় ও চিত্রনায়ক ইমনসহ অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এসব নাটকগুলোর মধ্যে রয়েছে- হারুন রুশোর পরিচালনায় ‘দহনকালের ভালবাসা’ ও ‘এবং বিচ্ছেদ এবং ভালবাসা’, অনিক বিশ্বাসের পরিচালনায় ‘দ্রোহ’, কাজী সাইফ আহমেদের ‘অদ্ভুত মায়াজাল’, লুনা খানের ‘ভালবাসার অন্য অনুভূতি’, ‘প্রেম অথবা অপ্রেমের গল্প’, ‘রাইটার’, ‘অন্য বসন্ত’, ‘মুখোশ’, ‘গাণিতিক হিসাবের গল্প’। মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন খুলনার মেয়ে রুহী। শিল্পী মিলন মাহমুদের ‘প্রিয়জন’, এফএ সুমনের ‘মন শুধু তুই তুই’ গানে মডেল হয়েছেন। নাচের মেয়ে রুহী মিউজিক ভিডিওতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে মিউজিক ভিডিওর কনসেপ্ট এবং গানটি অবশ্যই ভাল হওয়া চাই। রুহী নিয়মিত বিজ্ঞাপন ও স্টিল ফটোগ্রাফিতেও কাজ করছেন। রঙ বাংলাদেশ, ইন-টোটো, সাজমন, জ্যোতি শাড়ি হাউজ, বিশ্বরঙ, প্রেমস কালেকশন ফ্যাশন হাউজের কাজ করেছেন। বিজ্ঞাপনেও কাজ করেছেন রুহী। আরএফএল ডিসপো, ম্যাক্স ব্যাগসহ বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। উপস্থাপনাতেও রয়েছে রুহীর দক্ষতা। মাইটিভির ‘মিউজিক ড্রিম’, ‘কী লিখি তোমায়’সহ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। রুহী বলেন, নতুন নতুন গল্পে এবং নতুন সব কনসেপ্টে কাজ করতে চাই। তবে এমন সব কাজ করে যেতে চাই যেন মানুষ আমাকে সারাজীবন মনে রাখেন। রুহী স্বপ্ন দেখেন বড় পর্দায় অভিনয় করারও। তবে একেবারে কমার্শিয়াল নয়, আর্ট ঘরানার চলচ্চিত্রে ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে তার বেশ আগ্রহ রয়েছে। এরই মধ্যে প্রস্তাবও পেয়েছেন। রুহীর বাবা একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও মঞ্চ নাটক নির্দেশক ছিলেন। তার বাবার চলচ্চিত্র প্রযোজনা হাউজের নাম ছিল এসআরএস প্রোডাকশনস। তার মা হেলেন বদরুদ্দীন একজন লেখক। বড় ভাই আবু হাসিব রণ কাজী ফার্মসের একজন উর্ধতন কর্মকর্তা। তাদের উৎসাহে এগিয়ে যেতে চান বহুদূর। রুহির জন্য শুভ কামনা ।
×