ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে ‘ধনধান্য পুষ্প ভরা’

প্রকাশিত: ০৭:১৫, ২০ মার্চ ২০১৮

আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে ‘ধনধান্য পুষ্প ভরা’

স্টাফ রিপোর্টার ॥ ষাটের দশকের মুক্তি সংগ্রাম, আগরতলা মামলা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ধনধান্য পুষ্প ভরা’ এর গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফরিদ আহমদ। সরকারী অনুদানে নির্মিত এ প্রামাণ্যচিত্র সম্প্রতি ৩টি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত। আগামী ১ থেকে ৫ এপ্রিল ইরাকের কারবালায় আল নাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার আয়োজনে ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল কলকাতায় সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে ও ইতালির সান মাওরো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেমি-ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।
×