ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:২৫, ২০ মার্চ ২০১৮

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। ই-মেইল: স[email protected] ৫১। ভরবেগের দিক কোন দিকে? উত্তর : বেগের দিকে ৫২। বলের মাত্রা লিখ। উত্তর : গখঞ-২ ৫৩। আমরা যখন মাটির উপর দিয়ে দৌড়াই তখন কীসের কারণে সামনে এগিয়ে যেতে পারি? উত্তর : প্রতিক্রিয়া বলের কারণে ৫৪। প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দ্বারা গুণ করলে কী পাওয়া যায়? উত্তর : বলের ঘাত ৫৫। ক্রিয়া বল (ঋ১) এবং প্রতিক্রিয়া বল (ঋ২) এর মধ্যে সম্পর্ক লিখ। উত্তর : ঋ১ = - ঋ২ বা ঋ১ + ঋ২ = ০ ৫৬। একটি চলন্ত গাড়িকে ব্রেক করে থামানো হলো, গাড়িটি কোন ঘর্ষণ বলের সম্মুখীন হবে? উত্তর : পিছলানো ঘর্ষণ ৫৭। পিছলানো ঘর্ষণের অপর নাম কী? উত্তর : বিসর্প ঘর্ষণ ৫৮। ঘর্ষণ কয় প্রকার? উত্তর: চার প্রকার ৫৯। কোন ধরনের ঘর্ষণে বাধার বলের মান বেশি? উত্তর : পিছলানো বা বিসর্প ঘর্ষণ ৬০। মার্বেলের গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ? উত্তর : আবর্ত ঘর্ষণ ৬১। কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে? উত্তর : প্রবাহী ঘর্ষণ ৬২। একটি বস্তু কোনো তলের ওপর দিয়ে পিছলে চললে কোন ধরনের ঘর্ষণ বল সৃষ্টি হয়? উত্তর : বিসর্প ঘর্ষণ ৬৩। যেকোনো দুটি তলের অনিয়মিত প্রকৃতির ফল কী? উত্তর : ঘর্ষণ ৬৪। একটি মার্বেল গড়িয়ে দিলে কিছুদূর গিয়ে থেমে যায় কেন? উত্তর : ঘর্ষণের কারণে ৬৫। পুকুরে সাঁতার কাটার সময় ঘর্ষণ কোন ধরনের ঘর্ষণ? উত্তর : প্রবাহী ঘর্ষণ ৬৬। ঘর্ষণমুক্ত পথে বলের দ্বারা কাজ হলে বস্তুতে কী সৃষ্টি হয়? উত্তর : ত্বরণ ৬৭। বায়ুর বাঁধা কোন বলের বিপরীতে কাজ করে? উত্তর : অভিকর্ষ বল ৬৮। প্যারাসুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণে সাহায্য করে কোন ঘর্ষণ? উত্তর : প্রবাহী ঘর্ষণ ৬৯। টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান নির্ভর করে কীসের উপর? উত্তর : টায়ারের পৃষ্ঠের উপর ৭০। মেঝের উপর অবস্থিত ভারী বস্তুকে টানা কোন ঘর্ষণের উদাহরণ? উত্তর : আবর্ত ঘর্ষণের ৭১। গাড়ির সু বা প্যাড কীসের তৈরি? উত্তর : এসবেস্টসের ৭২। রাস্তা যত মসৃণ হবে কোন বলের মান তত কম হবে? উত্তর : ঘর্ষণ বল ৭৩। লুব্রিকেন্ট অর্থ কী? উত্তর : পিচ্ছিলকারক পদার্থ ৭৪। পাহাড়ে আরোহণের সময় পা এবং হাত দ্বারা পাহাড় এর তলকে আঁকড়ে ধরার জন্য আরোহীরা কী ব্যবহার করেন? উত্তর : চক পাউডার ৭৫। ঘর্ষণের ফলে অপচয়কৃত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : তাপ শক্তিতে
×