ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা পরিদর্শক নিহত

প্রকাশিত: ১৭:৪১, ২০ মার্চ ২০১৮

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা পরিদর্শক নিহত

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে । মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান জানান, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জালালউদ্দিনের মাথায় গুলি লেগেছিল। রাতে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া রাতেই ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, গোলাগুলির এক পর্যায়ে ‘সন্ত্রাসীরা’ বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানান, অস্ত্রসহ সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে চারতলা ওই ভবন ঘিরে ফেলা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ছাদ থেকে গুলি করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে জালালউদ্দিনের মাথায় গুলি লাগে। পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, গোলাগুলির পর পীরের বাগের ওই বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। যে বাসায় সন্ত্রাসীরা অবস্থান করছিল, সেখান থেকে এক নারীকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। পাশের বাসা থেকে আরও চারজনকে মিরপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওয়াহিদুজ্জামান জানান।
×