ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে আরও একজনের মরদেহ শনাক্ত

প্রকাশিত: ১৯:৫৭, ২০ মার্চ ২০১৮

নেপালে আরও একজনের মরদেহ শনাক্ত

অনলাইন রিপোর্টার ॥ নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরও এক বাংলাদেশির মরদেহ শনাক্ত হয়েছে। তার নাম নজরুল ইসলাম। তবে মরদেহ কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা হবে তা জানা যায়নি। মঙ্গলবার ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেপাল দুর্ঘটনায় নিহত ২৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হযেছে। বাকি তিন জনের মরদেহ শনাক্তের অপেক্ষায় ছিল। তবে মঙ্গলবার সকালে নজরুল ইসলাম নামে আরও একজনের মরদেহ শনাক্ত হয়েছে। কবে নাগাদ নজরুলের মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে তা জানা যায়নি। তবে সিভিল অ্যাভিয়েশনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার নজরুলের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নিয়ে আসা হতে পারে। গত ১২ এপ্রিল নেপালে ইউএস বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হয়। এর মধ্যে ২৬ বাংলাদেশি নিহত হন। ২৩ জনের মরদেহ গতকাল মঙ্গলবার ঢাকায় নিয়ে আসায়। বাকি তিনজনের মরদেহ কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
×