ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হা-মিম গ্রুপের মালিকের বাড়িতে রাজউকের অভিযান

প্রকাশিত: ২১:৩০, ২০ মার্চ ২০১৮

হা-মিম গ্রুপের মালিকের বাড়িতে রাজউকের অভিযান

অনলাইন রিপোর্টার ॥ আজ মঙ্গলবার সকালে অনুমোদিত নকশা ছাড়া বাড়ি বানানোর অভিযোগে হা-মিম গ্রুপের মালিক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের একটি অংশ ভেঙে দিয়েছে রাজউক। গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির উত্তর প্রান্তে ৮৪ নম্বর সড়কের মুখে এবং ৮৭ নম্বর সড়কের মুখ থেকে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝি পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজউক কতৃপক্ষ জানিয়েছে “ওই বাড়ির নকশা রাজউক অনুমোদিত নয়।” অভিযানে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই বাড়ির সামনের দেয়াল, গাড়ি বারান্দা ও একটি ব্যালকনির কিছু অংশ ভেঙে ফেলতে দেখা যায় রাজউক কর্মীদের। অভিযান চলাকালে ওই বাড়ি থেকে ব্যাগ হাতে বেরিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে। এক পর্যায়ে এ কে আজাদ এসে রাজউক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
×