ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কচুয়ায় দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫, গ্রেফতার ৭

প্রকাশিত: ২৩:৩৩, ২০ মার্চ ২০১৮

কচুয়ায় দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫, গ্রেফতার ৭

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। সোমবার রাতে উপজেলার কাদলা ইউনিয়নের চৌমুহনী বাজারে মুরাদপুর ও বড়ইগাঁও গ্রামাসীর মধ্যে এ ঘটনা ঘটে। জানাগেছে ওই দিন সন্ধ্যায় বড়ইগাঁও গ্রামের এমাদাদ উল্লাহর ছেলে ফয়সাল চৌমুহনী বাজারে চায়ের দোকানে পুড়ি খাওয়াকে কেন্দ্র করে দোকানের কর্মচারীর সাথে বাক বিতন্ডা হয়। এঘটনার জের ধরে চৌমুনী বাজারে দুপক্ষের উত্তেজিত জনতা প্রায় ১০টি দোকানপাট ভাংচুর করে। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের আহতরা হল ইলিয়াছ পাটওয়ারী,সাকিল বেপারী,ইমন মীর,মোঃ ফারুক হোসেন,ইয়াছিন বেপারী,হাসান,ফয়সালসহ অন্তত ১৫জন আহত হয়েছে। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে নিয়ন্তনে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এসময় মহিন মজুদার,আলমিন মীর,রাকিব গাজী,রাসেল গাজী,বাকি বিল্লাহ,সফিকুর ইসলাম ও তারেকসহ সাত জনকে গ্রেফতার করে। কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান জানান গ্রাম বাসীর সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ১৫১ ধারায় মামলা দিয়ে ৭জনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
×