ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামীকাল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাঁশখালীতে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ২৩:৪০, ২০ মার্চ ২০১৮

আগামীকাল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাঁশখালীতে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে কাল বুধবার জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। সেই উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভায় লোক সমাগম ঘটাতে উপজেলার প্রত্যন্ত এলাকা মিছিল, মাইকিং ও পোস্টারিং এ মুখরীত হয়ে উঠেছে। তাছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ মাঠ পর্যায়ের কর্মীরা প্রত্যন্ত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার উপজেলা সদর সহ প্রত্যন্ত এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি এরশাদুর রহমানের নেতৃত্বে গণসংযোগ, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক হামিদুল্লাহ হামিদ ও আবদুল অদুদ লেদু। বার্ণাঢ্য ডিসপ্লে সৃষ্টি করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে সাধারণ কর্মীরা। তাছাড়া আওয়ামীলীগের সিনিয়র নেতারা তৃণমূল পর্যায়ে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন। এদিকে জনসভা হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে প্রায় শত কোটি টাকা ব্যয়ে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের সম্প্রসারণ প্রকল্প। বুধবার প্রধানমন্ত্রী এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। সব মিলিয়ে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের জনসভাকে কেন্দ্র করে বাঁশখালীর সর্বস্তরের মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
×