ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষিত করে রেণু শিকার

প্রকাশিত: ২৩:৪৮, ২০ মার্চ ২০১৮

কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষিত করে রেণু শিকার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার সাগর ও সাগর মোহনাসহ বিভিন্ন স্পটে ফ্রি-স্টাইলে নিষিদ্ধ সুক্ষ্ম ফাঁসের মশারি নেটে বাগদা ও গলদা চিংড়ির রেনু পোনা শিকার চলছে দেদার। গঙ্গামতি, কাউয়ারচর, চর ধুলাসার, খাজুরা, গঙ্গামতি লেক সংলগ্ন সাগর ও মোহনায় অবাধে শত শত মশারি নেটে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ির রেণু পোনা নিধন চলছে। প্রতিদিন লাখ লাখ পোনা ধরা হচ্ছে। ফলে মৎস্য সম্পদের রক্ষায় সরকারি পদক্ষেপ ভেস্তে যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সুক্ষ্ম মশারি নেট ১০/১২টা এক রশিতে বেধে সাগর কিনার থেকে এক শ’-দেড় শ’ ফুট লম্বা করে পেতে রেখে চিংড়ির রেণু পোনা শিকার করা হচ্ছে। এসব পোনা বাবলাতলা বাজারসহ একাধিক স্পটে আড়তে কেনা-বেচা চলছে। সুযোগ বুঝে ভাড়াটে হোন্ডায় দুরে নিয়ে বিভিন্ন পরিবহনে দেশের বিভিন্ন স্থানে চালান করা হচ্ছে। সরকারি প্রশাসনের চক্ষু আড়াল করে এসব করছে বলে প্রশাসনের বক্তব্য। কিন্তু স্থানীয় সচেতনমহল মনে করছেন প্রশাসনের উদাসীনতায় ফ্রি-স্টাইলে দিনে-রাতে শত শত জাল পেতে চিংড়ির রেণু পোনা শিকার চলছে। কুয়াকাটা সৈকত থেকে দুই দিকে সাত-আট কিলোমিটার পরে এভাবে বিভিন্ন স্পটে শত শত জাল পাতা দেখা গেছে। আহরনকারীরা নির্দিষ্ট সময় পরে জালে আটকা পোনা তাঁদের পাত্রে সংগ্রহ করছে। যেন কারও কোন নিয়ন্ত্রণ নেই। মৎস্য বিভাগ, নৌ-বাহিনী, পুলিশ, কোস্টগার্ড অভিযান চালিয়ে বিভিন্ন সময় জাল এবং পোনা আটক করে জাল পুড়িয়ে ধ্বংস করছে। এছাড়া আটক পোনা আন্ধারমানিকসহ বিভিন্ন নদীতে অবমুক্ত করছে। কিন্তু থেমে নেই পোনা নিধনযজ্ঞ। ফলে মৎস্য সম্পদ বিলীন হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি উপজেলার যেখানে বাগদা ও গলদার রেণু পোনা কেনা-বেচার আড়ত রয়েছে তা বন্ধ করলে এই পোনা নিধন বন্ধ হবে। নইলে সাগর কিংবা সাগর মোহনায় সুক্ষ্ম ফাঁসের জালে বাগদা-গলদার রেণু পোনা নিধনের তান্ডব থামবে না। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, প্রতিদিন সুক্ষ্ম ফাঁসের জাল আটকের অভিযান অব্যাহত রয়েছে। ওইসব পয়েন্টে ফের অভিযান চালানো হবে।
×