ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উজিরপুরে টাকা না দেয়ায় চিকিৎসা বঞ্চিত বৃদ্ধা

প্রকাশিত: ২৩:৫২, ২০ মার্চ ২০১৮

উজিরপুরে টাকা না দেয়ায় চিকিৎসা বঞ্চিত বৃদ্ধা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চিকিৎসকের দাবিকৃত এক হাজার টাকা না দেয়ায় সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর চিকিৎসা করেননি চিকিৎসক তানভীর হোসেন। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গড়িয়া নতুনহাট গ্রামের বৃদ্ধা হোসনেয়ারা বেগম (৫৮) জানান, দীর্ঘদিন থেকে তার ডান হাতে একটি টিউমার জনিতরোগে ভুগতে ছিলেন। এ সমস্যা নিয়ে তিনি সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। পরে সরকারী টিকেটে হাসপাতালের ৩১নং কক্ষের চিকিৎসক তানভীর রহমানের কাছে গেলে তিনি হাতের টিউমার অপারেশন করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে আনতে বলেন। অপারশনের জিনিসপত্র ক্রয় করে চিকিৎসক তানভীরের কক্ষে উপস্থিত হলে তার (হোসনেয়ারা) কাছে অপারেশন বাবদ এক হাজার টাকা দাবি করেন। তিনি পাঁচশ’ টাকা দিতে চাইলেও চিকিৎসক তানভীর হোসেন চিকিৎসা না করেই বৃদ্ধা হোসনেয়ারাকে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়। পরে উপাঅন্তুর না পেয়ে সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় হোসনেয়ারা বেগম অপারেশনের জন্য ক্রয়কৃত জিনিসপত্র ফেরত দিয়ে দেন। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক তানভীর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অপারেশনের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য টাকার কথা বলেছেন, নিজের জন্য নয়। অপারেশনের জিনিসপত্র ক্রয় করে আনার পরেও ওই রোগীর অপারেশন না করার ব্যাপারে জানতে চাইলে তিনি (তানভীর) কোন সদুত্তর না দিয়েই ফোনের লাইনটি বিচ্ছিন্ন করে দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম সামসুদ্দিন বলেন, এ ঘটনায় তার কাছে কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×