ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদেরও জেল খাটতে হয় : হামিদ

প্রকাশিত: ০০:০৮, ২০ মার্চ ২০১৮

নেতাকর্মীদেরও জেল খাটতে হয় : হামিদ

অনলাইন রিপোর্টার ॥ কেবল অপরাধী নয়, অনেক নেতাকর্মীকেও রাজবন্দী হিসেবে জেল খাটতে হয়। আমাদের জাতির পিতাকেও রাজনৈতিক কারণে ১৪ বছরের বেশি সময় কারাগারে কাটাতে হয়েছিল। মঙ্গলবার (২০ মার্চ) গাজীপুরের কাশিমপুর কারাগারে ‘কারা সপ্তাহ’ উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, নেলসন মেন্ডেলা তার জীবনের ২৯ বছর নির্জন কারাগারে কাটাতে বাধ্য হয়েছিলেন। জাতির দুর্ভাগ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় আমাদের জাতীয় চার নেতাকে কারাগারে প্রাণ দিতে হয়। রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে আমাকেও গ্রেফতার করা হয়। আমি বিভিন্ন সময় ময়মনসিংহ, কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকায় কারাগারে বন্দি ছিলাম। তাই কারাগারের জীবন সম্পর্কে আমার অভিজ্ঞতাও কম নয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন প্রমুখ।
×