ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনগণ থেকে খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করে রেখেছে সরকার ॥ খসরু

প্রকাশিত: ০১:৩২, ২০ মার্চ ২০১৮

জনগণ থেকে খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করে রেখেছে সরকার ॥ খসরু

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নীলনকশা বাস্তবায়ন করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লঅবে ‘বাংলাদেশ জাতীয় দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, জনগণের ওপর সরকার আস্থা হারিয়ে ফেলেছে, জনগণও সরকারের ওপর আস্থা হারিয়েছে। সরকার ও জনগণের সম্পর্ক আস্থাহীনতার মধ্যে চলছে। তাই প্রতিবাদের বিস্ফোরণ ঠেকাতে সরকার জনগণকে নির্দলীয় সরকারের অধীনে ভোট দেয়ার সুযোগ দিতে চায় না। তিনি বলেন, দেশ-জাতি যে সঙ্কটে আছে তা আমদের এক হয়ে মোকাবেলা করতে হবে। যতই জীবনের ঝুঁকি থাকুক আমরা রাজপথে থাকবো। আয়োজক সংগঠনের চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ এহ্সানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, জাপা (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাৎ হোসেন সেলিম প্রমুখ।
×