ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৪ মার্চের মহাসমাবেশে ভিন্ন বার্তা দেবেন এরশাদ

প্রকাশিত: ০১:৪৪, ২০ মার্চ ২০১৮

২৪ মার্চের মহাসমাবেশে ভিন্ন বার্তা দেবেন এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে চাই। দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সাংগঠনিকভাবে সুসংগঠিত হোন, শক্তি সামর্থ্য সঞ্চয় করুন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। মঙ্গলবার রাজধানীতে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত যৌথ সভায় তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে এখন দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়। তাই যেখানেই যাচ্ছি সবখানেই মানুষ আমাদের পক্ষে কথা বলছেন। এখন আমাদের সুদিন। রাজনৈতিক এই সুদিনে দলকে ক্ষমতায় নিয়ে যেতে না পারলে এর দায় প্রত্যেকের। তাই দলকে ক্ষমতায় নিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন রওশন। অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের বলেন, আমাদের ক্ষমতায় থাকার লোভ ছিলনা তাই স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে ছিলাম। এখন দেশকে বাঁচাতে হলে, শান্তি, সুখ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসতে হবে। আপনারা ঝাঁপিয়ে পড়–ন, ঐক্যবদ্ধভাবে সরকার পরিবর্তনের জন্য কাজ করুন। আসন্ন নির্বাচন সুষ্ঠু হলে, জনগণ ভোট দিতে পারলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে- ইনশাআল্লাহ। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট হলে কি হয় আপনারা দেখেছেন। জনগণ শান্তির প্রতীক “লাঙ্গলে” ভোট দেয়। রংপুরে বিজয়, গাইবান্ধায় বিজয় এবং নাসিরনগরে কিভাবে ভোট হয়েছে তাও দেখেছেন। ভোট দেয়ার সুযোগ পেলে জাতীয় পার্টিকে জনগণ ভোট দেবে। তিনি বলেন, আমরা একযোগে দেশের সর্বত্র সাংগঠনিক কাজে ঘুরে দেখেছি- মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, নিরাপত্তা চায় এবং আশ্রয়স্থল হিসেবে জাতীয় পার্টিই ভরসা। আগামী ২৪ মার্চ মহাসমাবেশে প্রমাণ করুন, জনগণের আস্থা রক্ষা করতে আপনারা প্রস্তুত। দুই দলের দু:শাসন, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন থেকে মানুষ মুক্তি চায়। আওয়ামী লীগ এবং বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সেন্টু’র উপস্থাপনায় যৌথ সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী। জাপায় বিএনপি নেতাদের যোগদান বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা তরুন দলের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ও ডাঃ মোহাম্মদ নাছির উদ্দিন বকুল। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য, সৈয়দ দিদার বখত, অ্যাড. রেজাউল ইসলাম ভুঁইয়া, নুরুল ইসলাম মিলন, মোঃ নোমান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, আলমগীর সিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, মেজর সালাম, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, শফিকুল ইসলাম শফিক। জনগণের কাছে দুই দলের দূরত্ব বেড়েছে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশকে খুন, গুম, হত্যা থেকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। জনগণের কাছে বড় দুই দলেল দূরত্ব বৃদ্ধি পেয়েছে। দুটি দলই এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। মানুষের আস্থা এবং ভরসা একমাত্র জাতীয় পার্টি। মানুষ প্রত্যাশা করে এরশাদ সরকারের অতীত সোনালী যুগের। জনগণের আস্থা অর্জন করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হবে। এ লক্ষ্যে আগামী ২৪ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ ঘটিয়ে সারাবিশ^কে দেখিয়ে দিতে হবে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকালে কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সেমিনার হলে জরুরী সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, সাহিদুর রহমান টেপা, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আবদুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ সফিকুল ইসলাম সেন্টু। ভিন্ন বার্তা দেবেন এরশাদ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আগামী ২৪ মার্চ জাতীয় রাজনীতির টানিং পয়েন্ট। ঐ দিন মহাসমাবেশে রাজধানীতে পল্লীবন্ধু এরশাদের পক্ষে জনতার ঢল নামানো হবে। সমাবেশে সারাদেশের পাশাপাশি ঢাকা শহরের প্রতিটি থানা ওয়ার্ড ও মহল্লা থেকে লাখো জনতা সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবে। মহাসমাবেশ কে কেন্দ্র করে ২৪ মার্চ ঢাকা থাকবে পল্লীবন্ধু এরশাদের দখলে। আর এই সমাবেশ সর্বাতœক সফলের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে ভিন্ন বার্তা দেবে জাতীয় পার্টি। মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকায় পার্টির চেয়ারম্যান এরশাদারে ৮৯ তম জন্মদিন পালন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লাসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
×