ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা বিশ্বের ‘দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী’ নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ০২:৫৭, ২০ মার্চ ২০১৮

শেখ হাসিনা বিশ্বের ‘দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী’ নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল’ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ‘দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী’ হিসেবে মনোনীত হওয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সড়কদ্বীপে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, হলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা বিশ্বের বুকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত লাভ করেছি। দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে নেত্রীর জিরো টলারেন্স নীতি দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছে। তারই আন্তর্জাতিক স্বীকৃতি আমরা এখন বিভিন্ন ভাবে পাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি সকল ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দের প্রতি আহ্বান জানান। ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, বঙ্গবন্ধু সরকারের পর জননেত্রী শেখ হাসিনার আমলেই বাংলাদেশের সবচেয়ে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও মানবিক কর্মকান্ড দেশ-বিদেশে স্বীকৃতি লাভ করেছে। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি আজ যেমন বিশ্ব মিডিয়ায় ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত হয়েছেন, তেমনিভাবে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছেন।
×