ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা ধরে রাখলেন সুরেঙ্কো

প্রকাশিত: ০৬:৪১, ২১ মার্চ ২০১৮

শিরোপা ধরে রাখলেন সুরেঙ্কো

স্পোর্টস রিপোর্টার ॥ এবারও মেক্সিকান ওপেনের চ্যাম্পিয়ন লেসিয়া সুরেঙ্কো। প্রথম সেট হেরেও দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে টানা দ্বিতীয়বারের মতো মেক্সিকান ওপেনের শিরোপা নিজের শোকেসে তুললেন ইউক্রেনের এই টেনিস তারকা। শনিবার টুর্নামেন্টের ফাইনালে সপ্তম বাছাই লেসিয়া সুরেঙ্কো ৫-৭, ৭-৬ (৭/২) এবং ৬-২ গেমে পরাজিত করেন সুইজারল্যান্ডের স্টেফানি ভোগলেকে। সেই সঙ্গে ক্যারিয়ারের চতুর্থ ডব্লিউটিএ ট্যুর শিরোপা জয়ের স্বাদ পেলেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা। তবে জয়টা মোটেও সহজে আসেনি তার। প্রতিপক্ষকে হারাতে এদিন তার সময় লেগেছে দুই ঘণ্টা ৪৫ মিনিট। স্টেফানি ভোগলে এবারই প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালের টিকেট কেটেছিলেন। প্রথম সেট জিতে স্বপ্ন দেখছিলেন ক্যারিয়ারের প্রথম ফাইনাল জয়েরও। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠতে পারেননি তিনি। সুইস খেলোয়াড় স্টেফানি ভোগলেকে পরাজিত করে দারুণ রোমাঞ্চিত লেসিয়া সুরেঙ্কো। তবে ফাইনালের শুরুটা মোটেও প্রত্যাশিত হয়নি তার। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুরেঙ্কো বলেন, ‘শুরুতে খুব কঠিন মনে হচ্ছিল। সত্যি বলতে কিছুই যেন আমার পক্ষে কাজ করছিল না। বিশেষ করে খুব বাজে সার্ভিং হচ্ছিল। কিছুতেই আমার প্রিয় শর্টগুলো খেলতে পারছিলাম না। তবে কখনই হতাশ হয়নি। নিজের সঙ্গেই আমি বলাবলি করছিলাম যে, কিছুতেই মনোবল হারালে চলবে না বরং শেষ পর্যন্তই লড়াই চালিয়ে যেতে চাই।’ সুরেঙ্কো এ সময় আরও বলেন, ‘ম্যাচের সূচনাতেই সে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। এর ফলে আক্রমণাত্মক খেলতে থাকে। কিন্তু আমি তুলনামূলকভাবে সেভাবে আক্রমণ করতে পারছিলাম না। তবে নিজেকে ম্যাচে ফেরানোর জন্য সম্ভাব্য সবধরনের চেষ্টাই করে যাই আমি। শেষ পর্যন্ত খুব ভালভাবেই সফল হই আমি। সে জন্য খুবই আনন্দ হচ্ছে।’ সুইজারল্যান্ডের স্টেফানি ভোগলেকে হারিয়ে নতুন একটা রেকর্ডও গড়েছেন সুরেঙ্কো। ২০১৫ সালের পর থেকে প্রতি বছরই একটা করে ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ইউক্রেনের এই টেনিস তারকার পরবর্তী মিশন বিএনপি পরিবাস ওপেন। মূলত এই টুর্নামেন্ট দিয়েই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি। চার বছর আগের এই টুর্নামেন্টে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দুই খেলোয়াড়কে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছিলেন তিনি। যার মধ্যে ছিলেন আন্দ্রেয়া পেটকোভিচ এবং ইউজেনি বাউচার্ড। বিএনপি পরিবাস ওপেনে এবারও নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পারবেন কী ইউক্রেনের এই টেনিস তারকা? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×