ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রুডোর ভারত সফর ও কিছু প্রশ্ন

প্রকাশিত: ০৬:৫২, ২১ মার্চ ২০১৮

ট্রুডোর ভারত সফর ও কিছু প্রশ্ন

কানাডার জনপ্রিয় ৪৬ বছর বয়স্ক প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুবো সম্প্রতি ভারত সফর করে গেছেন। কোন কোন পর্যবেক্ষক তাঁর এই সফরের সারসংকলন এভাবে করেছেনÑ তিনি আসলেন, দেখলেন এবং উল্লেখ করে রাখেন। ট্রুডোর এই সফর নিয়ে ভারতে ও কানাডার পত্র পরিকায় বেশ সমালোচনা হয়েছে। তার এই সফরকালে কিছু রাজনৈতিক, সাংস্কৃতিক ও ফ্যাশনগত ভুলভ্রান্তির জন্য তাঁকে বিদ্রƒপে বিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভারত সফরকে সামাজিক মাধ্যমে উল্লেখ করেননি। তিনি নিজে তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাননি বরং তার পরিবর্তে একজন জুনিয়র কৃষিমন্ত্রীকে পাঠান। কানাডার মিডিয়ায় এ নিয়ে প্রতিবাদের সুর ফুটে উঠে পরদিন ট্রুডোর পত্মী সোফি জাসপাল আটোয়ালের সঙ্গে এক ছবিতে পোজ দেন। এই শিখ বিচ্ছিন্নতাবাদী একদা এক ভারতীয় রাজনীতিককে হত্যার চেষ্টার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। আটোয়ালের সঙ্গে সোফির ছবি ভারতীয় রাজনীতিকরা ভালভাবে নেননি। বলাবাহুল্য কানাডায় শিখ সম্প্রদায়ের সঙ্গে ট্রডোর লিবারেল পার্টির সুসম্পর্ক আছে। দলের কেউ কেউ খালিস্তান আন্দোলন সমর্থন করে থাকেন। ট্রুডো যদিও ভারত সরকারকে আশ্বাস দিয়েছেন যে খালিস্তান আন্দোলনের প্রতি তার সমর্থন নেই তথাটি কানাডার কূটনৈতিক মিশন আটোয়ালকে ডিনারের আমন্ত্রণ জানাতে ভুলেনি। পরে অবশ্য সেই আমন্ত্রণ বাতিল করা হয়। তবে সাংস্কৃতিক ক্ষেত্রে তার ভুল পদক্ষেপ গুলি ছিল আরও বেশি দৃশ্যমান এবং এর কাছে রাজনৈতিক ভ্রান্তি ফিকে হয়ে যায়। বেশ কয়েকটি উপলক্ষে ট্রুডো ও তার পরিবার ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে আবির্ভূত হয়েছিলেন যা পাশ্চাত্যের রাজনীতিকরা সাধারণত করেন না। বিশিষ্ট ভারতীয় ব্যক্তিবর্গ ট্রুডোর এই পোশাকের ব্যাপারটা দারুণ অপছন্দ করেছিলেন। বলিউড তারকায় পূর্ণ এক অনুষ্ঠানে ট্রুডো পুরোদস্তর ভারতীয় পোশাকে উপস্থিত হয়েছিলেন। অথচ তারকারা নিজেরাই কালো স্যুট পড়া ছিলেন। এক পর্যায়ে ট্রুডো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে ভাঙ্গরা নামে এক ভারতীয় নৃত্যেও অংশ নেন। এতে টুইটারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্বদেশে ট্রুডো ভারত সফরে গিয়ে কাজের কাজ করার চাইতে ছবি তোলায় বেশি ব্যস্ত ছিলেন বলে সমালোচিত হন। ভারতে আমার পর ট্রুডোকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল সেটাকে ‘বিনম্র অসন্তোষের’ প্রতিফলন হিসেবে দেখা হয়। সপ্তাহব্যাপী সফরের ষষ্ঠ দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাত হয়। তার আগে ৫টি দিন তিনি আগ্রা, আহমেদাবাদ, মুম্বাই ও অমৃতসর ঘুরে কাটিয়েছেন। ষষ্ট দিনে তিনি ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। এই বিষয়টি নিয়েও সমালোচনা উঠে। তবে এই সফরসূচী কানাডার দিক থেকেই ঠিক করা হয়েছিল। ভারতের পররাষ্ট্র দফতর পরমর্শ দিয়েছিল যে আনুষ্ঠানিক আলোচনা ইত্যাদি বিষয়গুলো সফরের আগের দিকে রাখতে। কিন্তু কানাডীয় পক্ষ সে পরামর্শ শোনেনি বলে জানা যায়। যাই হোক এই সফরকালে ট্রুডো ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মিলিত হন, শত শত কোটি ডলারে ব্যবসায় চুক্তি স্বাক্ষর করেন। ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা জানান হয়। সেখানে দুই প্রধানমন্ত্রীকে উষ্ণ আলিঙ্গণে দেখা গেছে। তাদের আলোচনা ছিল ফলপ্রসূ, খোলামেলা ও প্রাণবন্ত। দুই পক্ষ পরস্পরের ভূখ-কে চরমপন্থীদের দ্বারা ব্যবহৃত হতে না দেয়ার অঙ্গীকার করে। চলমান ডেস্ক সূত্র : ইন্ডিয়া টুডে ও অন্যান্য।
×