ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কার রাশিয়া থেকে

প্রকাশিত: ০৬:৫৩, ২১ মার্চ ২০১৮

যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কার রাশিয়া থেকে

দক্ষিণ ইংল্যান্ডের সলসবারি শহরে রাশিয়ার পক্ষত্যাগী গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপালের (৩৩) ওপর নার্ভ এজেন্ট হামলার ঘটনায় যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এই হামলার পেছনে রাশিয়ার ভূমিকা আছে বলে ধারণা যুক্তরাজ্যের। এ ঘটনার জেরে বৃহস্পতিবার রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কার করে লন্ডন। মস্কোর পাল্টা ব্যবস্থা নেয়াটাও প্রত্যাশিত ছিল। কিন্তু মস্কোর পাল্টা ব্যবস্থা ধারণার চেয়েও কঠোর হয়েছে বলে মন্তব্য রয়টার্সের। শনিবার মস্কো যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়া জানিয়েছে, তারা ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম এবং সেন্ট পিটার্সবুর্গে ব্রিটিশ কনস্যুলেট-জেনারেলের দফতরও বন্ধ করে দেবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ২৩ ব্রিটিশ কূটনীতিককে দেশ ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছে তারা। সূত্র : ইন্টারনেট
×