ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিকে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করেছেন ॥ ইয়াফেস ওসমান

প্রকাশিত: ০৭:৫৯, ২১ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তিকে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করেছেন ॥ ইয়াফেস ওসমান

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যেমন বিজ্ঞানকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন তেমনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তিকে দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে গ্রহণ করেছেন। এ সরকার বিজ্ঞান গবেষণা ও উন্নয়নে উৎসাহ দিয়ে যাচ্ছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে প্রতি বছর বাজেট বাড়িয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান নিয়ে মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার মিলনায়তনে সেমিনারের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ আ ফ ম রুহুল হক এবং পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান মোঃ আব্দুল মোমিন। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নূরুল করিম।
×