ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

প্রকাশিত: ০৮:২৫, ২১ মার্চ ২০১৮

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ অর্থ কেলেঙ্কারির ঘটনায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। মঙ্গলবার সারকোজিকে আটক করা হয়। তাকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আটকে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাতে পারে। এরপর তাকে বিচারকের সামনে হাজির করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। সারকোজির বিরুদ্ধে ২০০৭ সালের নির্বাচনী প্রচারের জন্য লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ আছে। সেবার নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হন সারকোজি। অবৈধভাবে সারকোজির ওই অর্থ নেয়ার অভিযোগ পুলিশ তদন্ত করে দেখছে। এ তদন্তের আওতায়ই জেরার জন্য তাকে আটক করা হয়। লিবিয়া সংক্রান্ত অভিযোগে পুলিশ সারকোজিকে এই প্রথম আটক করল বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।
×