ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাকারবার্গকে ব্রিটিশ পার্লামেন্টে তলব

প্রকাশিত: ০৮:২৯, ২১ মার্চ ২০১৮

জাকারবার্গকে ব্রিটিশ পার্লামেন্টে তলব

বিডিনিউজ ॥ ফেসবুক গ্রাহকদের তথ্য রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের হাতে কীভাবে গেল সে বিষয়ে ব্যাখ্যা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে হাজির হতে বলা হয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে। এ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের তদন্ত কমিটির চেয়ারম্যান ডেমিয়ান কলিন্স জাকারবার্গকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘ভয়াবহ বিধি লঙ্ঘনের’ বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃত্বসম্পন্ন একজন উর্ধতন ফেসবুক নির্বাহীর বক্তব্য শোনার সময় হয়েছে। আগামী ২৬ মার্চের মধ্যে ফেসবুক প্রধানকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
×