ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে ট্রেনের ধাক্কায় নিহত ৪

প্রকাশিত: ১৭:৩৯, ২১ মার্চ ২০১৮

ফেনীতে ট্রেনের ধাক্কায় নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ঢাকা-চট্রগ্রাম রেল পথের ফেনীর বারাহিপুর রেল গেইটে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুইজন।আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের পারিচয় তাৎক্ষনিক জানা যায়নি। আহত নিহত সকলেই কাভার্ড ভ্যানের যাত্রী। বুধবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে ঢাকা থেকে চট্রগ্রামগামী তূর্না নিশিতা এক্সপ্রেস ট্রেনটি রেল গেইটের উপর কার্ভড ভ্যানকে ধাক্কা দেয়ায় এ দূঘটনা ঘটে। স্থানিয়দের কাছ থেকে জানা গেছে, রেল গেইটের নিয়োগ প্রাপ্ত কোন গেইটম্যান না থাকায় তার অনুপস্থিতিতে অন্য এক জন বহিরাগতকে দায়িত্ব দিয়ে ছিলেন। উক্ত ব্যক্তি সে সময় ঘুমিয়ে থাকায় গেইট বন্ধ করেননি । এ অবস্থায় কাভার্ডভ্যানটি রেল লাইনেরে উপর উঠে যায়। এ সময় তূর্না নিশিতা এক্সপ্রেস ট্রেনটি রেল গেইটের উপর কার্ভড ভ্যানকে ধাক্কা দেয়ায় এ দূঘটনা ঘটে। এ গেইটে স্থায়ী গেইটম্যান না থাকার কথা স্বীকার করেন রেল কমকর্তা আতিকুর রহমান (সিনিয়ার সাব এসিটেন্ট ইন্জিনিয়র রেলওয়ে ফেনী।তিনি জনান-লোকবল কম থাকায় অস্থায়ী লোক দিয়ে কাজ চালাতে হচ্ছে।
×