ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন

প্রকাশিত: ১৮:২২, ২১ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ নৌবাহিনীর কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল পৌনে ১১টায় তিনি হেলিকপ্টারে করে চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে পৌঁছান বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুন অর রশীদ হাজারী। প্রধানমন্ত্রী নেভাল একাডেমিতে নবনির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্স ও জাতির জনক শেখ মুজিবর রহমানের আবক্ষ প্রতিকৃতি উদ্বোধন করবেন। এছাড়া নৌবাহিনীর ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদানের একটি কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। এরপর বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাবেন। সেখানে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। প্রায় পাঁচ বছর পর চট্টগ্রামে বড় আকারের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে উৎসবের জনপদে পরিণত হয়েছে পুরো চট্টগ্রাম। ব্যানার-ফেস্টুন, দলীয় প্রতীক নৌকার ছড়াছড়ি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। ২০১৩ সালে সর্বশেষ চট্টগ্রামের ফটিকছড়িতে রাজনৈতিক জনসভা করেছিলেন প্রধামন্ত্রী।
×