ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমরা আর ভিক্ষুক জাতি নই

প্রকাশিত: ১৮:৪৩, ২১ মার্চ ২০১৮

আমরা আর ভিক্ষুক জাতি নই

অনলাইন রিপোর্টার ॥ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি প্রাপ্তি প্রমাণ করেছে আমরা ভিক্ষুকের জাতি নই। দীর্ঘ ৪৭ বছর পর হলেও আমরা তা প্রমাণ করেছি। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের উত্তরণ উপলক্ষ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যারা উন্নয়নশীল দেশে যেতে একই সঙ্গে তিনটি শর্তই পূরন করেছে। জাতিসংঘ উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করবে ২০২৪ সালে। আর প্রকৃত উত্তরণ হবে ২০২৭ সালে। অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিক স্বীকৃতি দিলেও জাতিসংঘে এখনো স্বল্পোন্নত দেশ হিসেবেই থাকবে বাংলাদেশ। এই মুহুর্তে সবার মানসিকতা পরিবর্তনই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থমন্ত্রী।
×